http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, April 8, 2015

"সাংবাদিক নির্যাতনে সম্পাদক পরিষদের উদ্বেগ"




জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোর জেলা সংবাদদাতাদের ওপর পুলিশ, প্রভাবশালী রাজনীতিক ও স্থানীয় অপরাধীদের নির্যাতন-হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।
গত ৪ এপ্রিল ডেইলি স্টার-এর কার্যালয়ে গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভায় পুলিশ হেফাজতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতন, সাজানো মামলায় হেফাজতে নেওয়া, চাঁদাবাজির মামলা দায়ের এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা সত্ত্বেও তাকে জেলহাজতে আটকে রাখার নিন্দা ও তার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সভায় জেলা প্রতিনিধিদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সম্পাদক পরিষদের সদস্য সংবাদপত্রগুলোর জেলা প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পাদক পরিষদের এ সভায় প্রেস কাউন্সিলের একটি সাম্প্রতিক চিঠির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদকদের উদ্দেশে লেখা প্রেস কাউন্সিলের ওই চিঠিতে পেশাদার সাংবাদিকদের কাজের ওপর কিছু শর্ত আরোপের কথা জানানো হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এই অভিমত পুনর্ব্যক্ত করা হয় যে, সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সম্পাদক পরিষদ জোরালো ভূমিকা পালন করবে। সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহ্মুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। বিজ্ঞপ্তি।

No comments: