http://themonthlymuktidooth.blogspot.com

Monday, July 27, 2015

"DHAKA TRAFFIC JAM AND TRANSPORTATION PROBLEM"



ঢাকা মহনগরীর যানজটের প্রধান দুটি সমস্যা এই বাহন্গুলি l  হোন্ডা-গাড়ির উর্ধগতির মুল্য এবং রেজিস্ট্রেশন  নম্বর নিয়েও ঢাকা মহানগরীতে মানুষ চলতে পারছে না l  প্রকৃত রিক্শব-টেম্পো ড্রাইভার রা ভাত পাচ্ছে না l সিটি কর্পোরেশন নির্বাচনের আগ পর্যন্ত অসংখ্য অবৈধ রিক্শব-টেম্পো স্থানীয় থানা ও প্রবাভ্শালী মহলকে নিয়মিত পয়সা দিয়ে এরিয়া ভিত্তিক চলাচল করে নির্দিষ্ট এলাকা সমূহ যানজটে অস্থির করে তুলেছে l প্রশাসন ও স্থানীয় সরকার এবেপারে নির্বিকার, কিসের স্বার্থে ? প্রাইভেট গাড়ি ওলারা গাড়ি নিয়ে ছুটতে পারছে না l  পরিকল্পিত নগরীর তাও রাজধানীর মত জায়গায় এটা হাস্সকর-বেদনাদায়ক বটে তা আর বলবার অপেখ্খা রাখে না l স্থানীয় সরকার , প্রশাসন ও সংলিষ্ট কর্তিপখ্খ আদৌ এই বেপারে কোনো পদখ্খেপ নিবেন কি ? পেট চালানোর যুক্তি দেখিয়ে ২০ বছর আগের ফিটনেস হীন বাস-টেম্পো চালিয়ে পরিবেশ দূষণ - জন ভোগান্তি বাড়াবে এমন নিয়ম অন্য কোনো দেশে আছে কি আমার জানা নেই l  প্রয়োজনে সরকার ও কতৃপখ্ষ নতুনদের কর্ম সংস্থানের বেবস্থা করে দিন, তাতে তাদের উপকার হবে এই মনে করি l  রাজনৈতিক ভাবে ব্যবহারের জন্য অরূপ অন্যায় অপব্যবহার প্রশ্রয় দেয়া হিতে বিপরীত হয়ে দাড়াতে পারে l  সাংবাদিক মজিদ, পিলখানা ১ নং গেট, ঢাকা

No comments: