বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয়
দিবস উপলক্ষে জাতীয়
সমাজতান্ত্রিক
দল-জাসদ আজ
১৬ ডিসেম্বর ২০১৬
প্রত্যুষে জাতীয় স্মৃতি
সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেন।
জাসদ সভাপতি ও
তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু এমপি, সাধারণ
সম্পাদক শিরীন আখতার
এমপি, সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা সফি
উদ্দিন মোল্লা, যুগ্ম
সাধারণ সম্পাদক নাদের
চৌধুরী, নইমুল আহসান
জুয়েল, সাংগঠনিক সম্পাদক জসিম
উদ্দিন বাবুল, মাহবুবা আখতার
লিপি, তথ্য ও
গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী,
সদস্য আসলাম খান
বাবু, জাহিদ আলম,
এড. মোঃ সেলিম,
সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন,
সহ-সম্পাদক আলী
হাসান তরুন, আশরাফুল হক
ঝন্টু, সোহেল আহমেদসহ জাসদ
কেন্দ্রীয়, ঢাকা মহানগর
ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেন।
Courtesey : Majid , Peelkhana, Hazaribag-Lalbag
No comments:
Post a Comment