নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে আবার রাজপথে নামবে বিএনপি বলে জানিয়েছেন দলটির ভাইস- চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন," আমরা রাজপথের মানুষ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতির সাথে
আলোচনা জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। কিন্তু বঙ্গভবন জনগনের প্রত্যাশা পূরনে ব্যর্থ হলে আমরা আবার রাজপথে নামবো।
সোমবার(১৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনটির
আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগনের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। আমরা আশা করি রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সহায়তা করবেন।
গণতন্ত্র হত্যার বিচার হবে গণ আদালতে এমন মন্তব্য করে শামসুজ্জামান
দুদু বলেন,২০১৪ সালের ৫ জানুয়ারি যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে গণ আদালতে।আর এটি হবে সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
নারায়নগঞ্জের
আলোচিত ৭ খুন মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন,"অন্যান্য যে কোন মামলার রায়ের চেয়ে নারায়নগঞ্জেরটি অত্যন্ত আলোচিত। শহরটির মানুষের ভিতরে যে আশঙ্কা বিরাজ করছে সুষ্ঠ বিচারের মাধ্যমে এই রায়টি কার্যকর ভূমিকা পালন করবে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা: মোস্তাফিজুর
রহমান ইরান,বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন,বিএনপির সহ- সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল হোসেন ঈশা, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন রবি, রমিজ উদ্দিন রমি, সংগঠনের নেতৃবৃন্দ নাজমুল হোসেন রনি, শরিফুল ইসলাম শরিফ, মোস্তফা গাজী, শাকিল আহমেদ, পলাশ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Sangbadik Majid,
Peelkhana Post Ofice Mess,
Hazaribag-Lalbag
01989970851
No comments:
Post a Comment