বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি
২২/১ তোপখানা রোড,
ঢাকা- ১০০০। ফোন
: ৯৫৭৬৩৭৩,
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭
নারী পুরুষ উভয়ের
জন্য বিশেষ বিধানযুক্ত ‘বাল্যবিবাহ নিরোধ
আইন ২০১৭’ অবিলম্বে বাতিল
কর
জনগণের মতকে উপেক্ষা করে
সরকার সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায়
নারী পুরুষ উভয়ের
জন্য বিশেষ বিধান
প্রযোজ্য করে ‘বাল্যবিবাহ নিরোধ
আইন ২০১৭’ শীর্ষক
বিলটি সংসদে পাশ
করিয়ে নিয়েছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির
সভাপতি সীমা দত্ত
ও সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন
এবং ঢাকা নগর
শাখার সভাপতি এড.
সুলতানা আকতার রুবি
ও সাধারণ সম্পাদক তাসলিমা নাজনীন
এক যুক্ত বিবৃতিতে এর
তীব্র নিন্দা ও
ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা বলেন, ‘আজ
থেকে প্রায় একশত
বছর আগে বিদ্যাসাগর নারীর
প্রগতির পথকে সুগম
করার জন্য পিছিয়ে
পরা সমাজের জড়তা
ভেঙ্গে বাল্যবিবাহ নিরোধ
আইন পাশ করেছিলেন। আর
আজ নারী যখন
নিজে তার পথের
বাধা অতিক্রম করছে
প্রবল প্রত্যয়ে তখন
সরকার নারীকে আবারও
পিছিয়ে নেয়ার জন্য
উঠে পরে লেগেছে। যে
দেশে আইন অনুযায়ি ১৮
বছরের নিচে সকল
মানব সন্তানকে শিশু
বিবেচনা করা হয়,
সে দেশে ১৮
বছরের নিচে বিয়ের
বিধান রাখা মানেই
শিশু বিবাহকে বৈধতা
দেয়া। সরকার একদিকে
উন্নয়ন, ডিজিটালাইজেশনের শ্লোগান দিচ্ছে,
আর অন্যদিকে নারীদের পশ্চাৎপদ সামাজিক অবস্থানকে পরিবর্তনের উদ্যোগ
না নিয়ে আরো
পশ্চাতে ঠেলে দিচ্ছে। সমস্ত
বিবেকবান ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে আজ
এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
কারন এটি কেবল
নারীর অধিকার রক্ষার
প্রশ্ন নয়, মানুষের গণতান্ত্রিক চেতনাকে রক্ষার
প্রশ্নও বটে।’
নেতৃবৃন্দ অবিলম্বে এই
আইন বাতিলের দাবি
জানান। একই সাথে
নারী সমাজসহ সমস্ত
গণতান্ত্রিক-রাজনৈতিক শক্তিকে এর
বিরুদ্ধে সোচ্চার হওয়ার
আহ্বান জানান। নেতৃবৃন্দ আগামীকাল বিকাল
৪.৩০টায় প্রেসক্লাবের সামনে
এই আইন বাতিলের দাবিতে
সংগঠনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার
জন্য সকলকে আহ্বান
জানান।
বার্তা প্রেরক
মনিদীপা ভট্টাচার্য ফোন:
No comments:
Post a Comment