মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ ও দুস্কৃতকারীদের গ্রেফতারের দাবি- জাতীয় ছাত্র সমাজ
জাতীয় ছাত্র সমাজ এর আহব্বায়ক কাজী ফয়েজ আহম্মেদ বলেন, অবৈধ ক্ষমতা স্থায়ী করনের লক্ষ্যে সরকার বিরেধী নেত্রী-বৃন্দের উপর নেক্কার জনক হামলা চালিয়েছে। হামলা-মামলা গুম-খুনের মধ্যদিয়ে সরকার বিরোধীদলের গণতান্ত্রীক অধিকার হরন করছে। ১৮ই জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর হামলা তারই বহি:প্রকাশ। কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অতীতে কোন সরকার হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকার ও টিকে থাকতে পারবেনা। কাজী ফয়েজ আহম্মেদ সরকারের উদ্দেশ্য বলেন, প্রতিটা হত্যা, গুম, খুন এর হিসাব দিতে হবে এই সরকার কে। ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি যানাচ্ছি।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহম্মদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার ও যৌথ সভায় কেন্দ্রীয় আজ কার্যালয়ে উক্ত সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব সোলায়মান শামিম, ঢাকা মহানগর সভাপতি সাজিদ মাহমুদ, সাধারন সম্পাদক সাইদ চৌঃ, মেহেদী হাসান, ফাহিম, মোঃ মহসিন, আবির হাওলাদার ও ওমায়েদ রহমান সহ অন্যান্য ছাত্র নেত্রীবৃন্দ।
No comments:
Post a Comment