http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, July 26, 2017

Malaysian University of Science and Technology- Bangladesh








তথ্য প্রযুক্তি জ্ঞান ছাড়া সরকারি চাকরি নয়: ইনু
আগামীতে তথ্য প্রযুক্তি জ্ঞান ছাড়া পিয়ন থেকে শুরু করে সরকারি উচ্চ
পর্যায়ে চাকরি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছে তার
বাস্তাবায়নের জন্য সকল পেশার বিশেষ করে নারীদের তথ্য ও প্রযুুক্তি
সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

আজ শনিবার ২২ জুলাই মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে মালয়েশিয়ার প্রখ্যাত
বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর
উদ্যোগে মেস্ট্রো গ্রুপের চেয়ারম্যান ড.কামরুল আহসানের সভাপতিত্বে 'স্কিল
ডেভেলপমেন্ট লার্নিং এন্ড কর্পোরেট ট্রেনিং' বিষয়ক সেমিনারে তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ডিজিটাল বিপ্লব শুরু হয়ে গিয়েছে। আজকের এই
অনুষ্ঠান তারই একটি অংশ। তবে প্রযুক্তির নিরাপত্তা বিষয়েও আমাদের নজর
দিতে হবে। কিভাবে শিশুদের, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকগুলোর নিরাপত্তা
নিশ্চিত করা যায় তার গুরুত্ব দিতে হবে। আয়োজকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,
প্রতি মাসেই প্রযুক্তির পরিবর্তন হচ্ছে তাই আপনাদেরও এই বিষয়ে আরো বেশি
এগিয়ে যেতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণ প্রয়োজন এই সকল খাতের উন্নতির জন্য।
প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র থেকে আমাদের বের করে
আনতে হবে। এই সরকার তাই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রতি বছর
আমরা বিনা মূল্যে বই বিতরণ করে আসছি। মন্ত্রী আরো বলেন, কেবল ব্যবসা
করলেই চলবে না আমাদের সবাইকে সমাজের দিকেও দৃষ্টি দিতে হবে। উক্ত
সেমিনারে মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনলজি এর প্রেসিডেন্ট
প্রফেসর ড. প্রেম কুমার রাজা গোপাল বিভিন্ন বিষয়ে তথ্য চিত্র প্রদর্শণ
করেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক
নূরুল আমিন, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন, গ্রামীণ
ফোনের পরিচালক এস এম রায়হান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলজি (IUT) এর
অধ্যাপক ড. শাহীন হোসেন, মেস্ট্রো মাইন্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডা.
সেলিম মাহমুদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Journalist Majid

Peelkhana, Dhaka
Bangladesh
01989970851

No comments: