জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চুর ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চু গতকাল রাত ১১:৫৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর খিলগাঁও ঈদগা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা ও শাজাহানপুর হযরত হাউসুল আযম জামে মসজিদে দ্বিতীয় নমাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। এর পূর্বে সকাল ১১ টায় খিরগাঁওস্থ মরহুমের বাসভবনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু এমপি, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকনসহ জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে দলীয় পতাকা মুড়িয়ে দেন এবং পুস্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জাসদ নেতা আমীর হোসেন বাচ্চুর অকাল মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ মঙ্গলবার এক শোক বার্তায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক
No comments:
Post a Comment