http://themonthlymuktidooth.blogspot.com

Sunday, August 19, 2018

"সরকার চাইলেই ঈদের আগে খালেদা জিয়া মুক্ত হবে: এনডিপি"


২০দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৮ আগস্ট ২০১৮ শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, শুধু সরকারের রোষানলের শিকার হয়ে বর্তমানে ২০ দলীয় জোট নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন। সরকার চাইলেই ঈদের আগে দেশবাসী সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর সাথে ঈদ উদযাপন করতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নেতৃবৃন্দ বলেন, বন্দি করে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় না। ছাত্র সমাজকে বিনা কারণে কারাগারে নিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে স্তব্ধ করা যাবেনা। পবিত্র ঈদ-উল-আযহার আগে সকল শিক্ষার্থীদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের সাথে ঈদ উদ্যাপনের সুযোগ করে দেওয়ার আহবান জানিয়ে এনডিপি নেতৃবৃন্দ বলেন সংঘাতের পথ পরিহার করুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন। জাতীয় সংলাপের মাধ্যমে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করুন। বাংলাদেশে আর কোন ৫ই জানুয়ারী ভোটার বিহীন নির্বাচন করতে চাইলেও করা যাবে না। দেশে বিদেশে ভোটার বিহীন সরকারের অবস্থান ষ্পষ্ট হয়েছে। দেশকে আর রসাতলে না নিয়ে গণতন্ত্রের দিকে ফিরে আসুন। জনগণের সত্যিকার মুক্তি চাইলে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। ঈদের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে আপনাদের গণতান্ত্রিক চেহারাকে উন্মোচন করুন। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এনডিপির ঈদ শুভেচ্ছা

২০দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৮ আগস্ট ২০১৮ শনিবার যৌথ বিবৃতিতে আগামী ২২ শে আগস্ট পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসী সহ এনডিপির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যদি গ্রহণ করতে পারি তাহলে দেশে আর কোন সংকট থাকে না। মানুষের অধিকারের জন্য তখন আর কোন সংগ্রামেরও প্রয়োজন হবে না। আমরা যদি প্রতিটি মুসলমান ধর্মীয় অনুশাসন সঠিকভালে লালন পালন করতে পারি তাহলে আমাদের কাউকে আর মধ্যস্থ হিসেবে প্রয়োজন হয় না। এই ঈদ যেন সংকটের অবসানের ঈদ হয়। দেশবাসী যেন গণতন্ত্রহীন থেকে গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে। নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে ঈদের পর জাতীয় সংলাপের মাধ্যমে সকল সংকট উত্তরনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের কোন বিকল্প পথ নেই



No comments: