http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, October 10, 2018

"Press release from Global Journalist Council in Bangladesh"

তারা নিউজ ডেক্স: ২০০৬ সালের ৭ অক্টোবর এই দিনে কুষ্টিয়ার খোকসায় নিজ বাড়িতে দুষ্কৃতিকারীরা বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষনকে জবাই করে হত্যা করে। আর এই হত্যাকান্ডের পরপরই পুলিশ, আইন ও আদালতের নিকট শরণাপন্ন হন তাঁর পরিবারের অন্যতম সদস্য সাংবাদিক খন্দকার মাসুদ-উজ-জামান, যিনি এখন তারা নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক। কিন্তু অদ্যাবধি খন্দকার মাসুদ-উজ-জামান তাঁর পিতা রোকন উদ্দিন জামান লক্ষন হত্যাকান্ডের সুবিচার পাননি। অধিকন্ত তাঁহার পিতার হত্যাকান্ডের জড়িত ব্যাক্তিগণ দুই বছর পর ২৭ ডিসেম্বর ২০০৮ সালে তাঁর বড় ভাই খন্দকার রবি-উজ-জামান সিপার যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ঠিকাদার ও মানবাধিকার কর্মীও ছিলেন। তাঁকেও ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের নিজ বাড়িতে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করে। এমনকি হত্যাকারীরা বাড়িঘর লুণ্ঠন, এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান ও জমিজমা জবর দখলসহ পুরো সাংবাদিক পরিবারটিকে নিশ্চিহ্ন করে দেয়।অতঃপর, সেই একই ব্যক্তিগণ যারা পিতা ও বড় ভাইয়ের হত্যাকান্ডে জড়িত তাঁরা রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিদের মদদপুষ্ট হয়ে নির্ভয়ে প্রকাশ্যে ও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য একজন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের একের পর এক হত্যা করে হত্যাকারীরা রাষ্ট্র ও সরকারের রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয়ে অদ্যাবধি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এমনকি তার পরিবারের কনিষ্ট সদস্য খন্দকার আসাদ উজ-জামান সুমন যিনি তারা নিউজ বিডি’র নির্বাহী সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ এবং সিনিয়র আলোকচিত্র শিল্পী হিসেবে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায়ও কর্মরত। উল্লেখিত সাংবাদিক পরিবারের হত্যাকান্ডের বিচারহীনতার সংস্কৃতি যে কত নির্মম ও দুঃখজনক তাঁর প্রমান খন্দকার মাসুদ-উজ-জামান ও তাঁর পরিবারের সদস্যরা বিশেষভাবে জ্ঞাত ও ভুক্তভোগী। অধিকন্ত, পিতা-ভাই এর হত্যাকান্ডের বিচারের বাণী আজও নিরবে নিভৃতে কাঁদছে। যাই হোক, অদ্য ৭ সেপ্টেম্বর রোজ রবিবার খন্দকার মাসুদ-উজ-জামান তারা নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক এবং চেয়ারম্যান, গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ’র পিতা রোকন উদ্দিন জামান লক্ষন এর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার হাইকোর্ট মাজার মসজিদে বাদ মাগরিব এক বিশেষ দোয়া মাহফিল, কোরআন খানী, দুরুদ, তসবীহি তাহল্লিল অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন, হাইকোর্ট মাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির। এছাড়াও উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুসল্লিগণ ও তারা নিউজ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, যিনি তারা নিউজ বিডি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও কলামিস্ট এবং গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ’র মহাসচিব।

Majid 
Peelkhana Post Office Moore

No comments: