http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, March 21, 2019

জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদ প্রেস রিলিজ

আজ ২১ মার্চ ২০১৯ দৈনিক ইত্তেফাকের ২০তম পৃষ্ঠার ১ম কলামে প্রকাশিত ‘বিটিভির সংবাদে বিবর্তন’ শীর্ষক রিপোর্টের প্রতিবাদ করেছেন হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী, সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব হাসানুল হক ইনু আজ বৃহস্পতিবার অপরাহ্নে এক বিবৃতিতে, আজ ২১ মার্চ ২০১৯ দৈনিক ইত্তেফাকের ২০তম পৃষ্ঠায় ১ম কলামে প্রকাশিত ‘বিটিভির সংবাদে বিবর্তন’ শীর্ষক রিপোর্টের প্রতিবাদ করেছেন। জনাব ইনু বলেছেন, ‘বিটিভির সংবাদে বিবর্তন’ শীর্ষক রিপোর্টটি বস্তুনিষ্ঠ নয়, মনগড়া, অসত্য, ভিত্তিহীন। জনাব ইনু বলেন, ‘তিনি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তখন সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করেই বিটিভির সংবাদ প্রচারিত হতো। নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর খবরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রচার করার পর মন্ত্রীসভার সদস্যবৃন্দের মধ্য থেকে জ্যেষ্ঠতার ক্রমানুসারে মন্ত্রীসভার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ ও জোটের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের খবর প্রচারিত হয়েছে। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী

No comments: