http://themonthlymuktidooth.blogspot.com

Friday, July 19, 2019

সাইবার স্পেসকে সাইবার অপরাধ ও সাইবার যুদ্ধ মুক্ত করতে আন্তর্জাতিক চুক্তি চাই: হাসানুল হক ইনু

রাশিয়ার ভ্লাডিভস্কটে এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু
সাইবার স্পেসকে সাইবার অপরাধ ও সাইবার যুদ্ধ মুক্ত করতে আন্তর্জাতিক চুক্তি চাই: হাসানুল হক ইনু 
জাসদ সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়ার দূরপ্রাচ্যস্থ সমুদ্রবন্দর নগরী ভøাডিভস্কটে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণদানকালে বলেছেন, তথ্যপ্রযুক্তি সমগ্র বিশ^কে একিট কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রাষ্ট্র ও ব্যক্তি কোথায় কি করছে তা সবাই দেখতে পায়। তথ্যপ্রযুক্তির এই ক্রমবর্ধমান বিকাশের পাশাপাশি রাষ্ট্র ও ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে পৃথিবীর সকল রাষ্ট্রকে সাইবার অপরাধ ও সাইবার যুদ্ধ মুক্ত নিরাপদ বিশ^ সাইবার স্পেস গড়ে তুলতে অবিলম্বে ‘বিশ^ সাইবার স্পেস চুক্তি’তে উপনীত হতে হবে। তিনি বলেন, জাতিসংঘের এখতিয়ারের মধ্যেই আন্ত:রাষ্ট্রীয় ডিজিটাল অর্থনীতির আইনগত কাঠামো তৈরি করতে হবে। ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে তা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণায় অন্তর্ভূক্ত করতে হবে। বিশ^ ইন্টারনেট অবকাঠামো ও ব্যবস্থাপনাকে আরও গণতান্ত্রিক করার জন্য ইন্টারনেট ব্যবহারকারী রাষ্ট্র ও সংস্থার সমন্বয়ে বহুপক্ষীয় গণতান্ত্রিক বিশ^ ইন্টারনেট ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। 
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন্ড্রেই লোরোবেইব। সভায় প্রধান অতিথি হিসাবে রাশিয়া ফেডারেশনের ইয়াকুতিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ভøাদিমির সলোডোভ এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের সভাপতি হাসানুল হক ইনু এমপি সম্মানিত অতিথি হিসাবে। এছাড়াও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন জাতিসংঘের প্রোগাম ও টেকনোলজি ম্যানেজার চেঙ্গেটাই মাসাঙ্গো, ইন্টারনেট সোসাইটি এশীয় প্যাসিফিক অঞ্চলের প্রধান বাজনীশ সিং, রাশিয়ার ফার ইস্ট ফেডারেল ইউনিভার্সিটির রেক্টর ভিক্টরিয়া পেনোভা, রাশিয়ার ইন্টারনেট সমন্বয় কেন্দ্রের প্রধান নির্বাহী সান্দ্রে ভরোবাইডেভ, রাশিয়ার প্রাইমরস্কি অঞ্চলের গভর্ণর সার্গেই মাসসিমচাক, ইন্টারনেট সোসাইটি এশীয় প্যাসিফিক অঞ্চলের সেক্রেটারি এডমন চুং প্রমূখ। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন

No comments: