http://themonthlymuktidooth.blogspot.com

Friday, May 22, 2020

Press Release of Nirmul Committee 22 May 2020 from Kazi Mukul

প্রেস বিজ্ঞপ্তি
                                                                                                                            ঢাকা, ২২ মে ২০২০

আজ (২২ মে) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে উত্তরবঙ্গের ৪টি স্থানে শতাধিক প্রান্তিক আদিবাসী সাঁওতাল ও বাউল/কীর্তন শিল্পী পরিবারের ভিতর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়¾
করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী ধারাবাহিক লক ডাউনের কারণে খেটে-খাওয়া সাধারণ মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশব্যাপী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন শাখা এপ্রিল মাসের শুরু থেকে লক ডাউনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য-সুরক্ষা ও ত্রাণসামাগ্রী পৌছে দিচ্ছে। গত ৫০ দিনের এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ (২২ মে) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সদর, গোবিন্দনগর, চন্ডীপুর ও ফাড়াবাড়ির শতাধিক আদিবাসী সাঁওতাল এবং বাউল ও কীর্তন শিল্পীদের ভেতর ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপহার হিসেবে প্রতি পরিবারের জন্য প্রদত্ত এই ত্রাণসামগ্রীর ভেতর রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ প্যাকেট বিস্কুট ও ১টি সাবান। এর আগে নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষে থেকে জেলা প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের চিঠির মাধ্যামে তালিকা সহ জানানো হয়েছে¾ এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দরিদ্র শিল্পী পরিবারের ভেতর কাদের জরুরী ভিত্তিতে ত্রাণ সহযোগিতা প্রয়োজন। ঠাকুরগাঁও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ এর আগেও নিজস্ব উদ্যোগে এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ স্বাস্থ্য-সুরক্ষা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমে নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক মোঃ অব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেবের নেতৃত্বে এক দল তরুণ কর্মী অংশ গ্রহণ করেছেন।
আমরা নির্মূল কমিটির সকল শাখার নিকট আহ্বান জানাচ্ছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটকালে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের জন্য যে বিশাল প্যাকেজ ঘোষণা করেছেন তা প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌছাচ্ছে কিনা তা দেখার জন্য এবং ত্রাণ বিতরণে কোনও অনিয়ম বা দুর্নীতি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি গণমাধ্যমকে জানানোর জন্য। একই সঙ্গে সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ এবং দল ও সংগঠনকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবতার স্বার্থে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।

সংবাদদাতা

No comments: