বর্ধিত বাসভাড়া প্রত্যাহার কর, দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না
প্রেস বিজ্ঞপ্তি : বর্ধিত বাসভাড়া প্রত্যাহার কর, দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না বলে দাবী করেছে বাম ঐক্য ফ্রন্ট। বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সরওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে দিয়ে সরকার প্রমাণ করেছে, তারা মালিকপক্ষের স্বার্থে কাজ করছে। একই সঙ্গে সরকার তার গণবিরোধী স্বরূপ ফের উম্মোচন করে দিয়েছে। নেতারা ৬০ শতাংশ বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও পুনরায় লক ডাউন ঘোষণা দাবি জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল রিকুইজিশন করে করোনা চিকিৎসা প্রসারিত করারও দাবি জানানো হয়। বিবৃতিতে নেতারা বলেন, যখন কোভিড-১৯ ভাইরাস মহামারি আকরে ছড়িয়ে পড়েছে, তখনই লক ডাউন তুলে দিয়ে সরকার দেশবাসীকে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্ত ও পদক্ষেপ সমূহ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা নেই। ভেন্টিলেশন খুবই অপর্যাপ্ত। সেবা না পেয়ে রোগীরা ছটফট করছে। সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না। নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। গাণিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে অফিস আদালত, দোকানপাট, উপাসনালয় ও গণপরিবহণ খুলে দেওয়া হচ্ছে। দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। বার্তা প্রেরক- (মহিনউদ্দিন চৌধুরী লিটন) সদস্য, বাসদ, কেন্দ্রীয় কমিটি
|
প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Tuesday, June 2, 2020
বর্ধিত বাসভাড়া প্রত্যাহার কর, দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment