http://themonthlymuktidooth.blogspot.com

Monday, June 8, 2020

কারখানায় শ্রমিক ছাটাই এবং বিজিএমইএর সভাপতির কান্ড জ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন


আজ ০৮ জুন ২০২০ রোজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন বিভিন্ন গার্মেন্টেস কারখানায় শ্রমিক ছাটাই এবং বিজিএমইএর সভাপতির কান্ড জ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবুল হোসাইন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন সাহা কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, নাজমা বেগম, জাহিদুল ইসলাম বাদশা, পারভীন, শাহআলম হোসাইন সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন সম্প্রতি সময়ে করোনাকে কেন্দ্র করে বিভিন্ন কারখানায় বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাটাই করা হচ্ছে। অথচ সরকারি নির্দেশ ছিল করোনা মহামারীর সময়ে কোন শ্রমিক ছাটাই করা যাবে না। তারা সরকারি নির্দেশ অমান্য কারীদের শাস্তি দাবী করেন। তারা অনতিবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ করা এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবী জানান। তারা আসন্য বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানান। শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ না হলে গণতান্ত্রিক ভাবে আন্দোলনের হুশিয়ারি ব্যক্ত করেন। তারা বলেন ছাটাই নির্যাতন অব্যাহত থাকলে শিল্প খাত অশান্ত হয়ে উঠতে পারে তার দায় দায়িত্ব মালিক এবং সরকারকে নিতে হবে।

No comments: