http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, September 14, 2021

CIS-BCCI Press Release on CIS-BCCI meeting with new Russian Ambassador in Dhaka/

CIS-BCCI Press Release Exploring third export market in Russia CIS-BCCI President meets new Russian Ambassador in Dhaka President of CIS-BCCI (Commonwealth of Independent States-Bangladesh Chamber of Commerce & Industry) Mr. Md. Habib Ullah Dawn along with his Board of Directors had a courtesy call on meeting with the Russian Ambassador in Dhaka H.E Mr. Alexander Vikentyevich Mantytskiy today (September 13, 2021) at the embassy office. CIS-BCCI President highlighted on the activities of the CIS-BCCI Chamber in the private sector forum for promoting the trade and economic cooperation between Bangladesh and CIS Countries with special focus on Russia. He emphasized on the potentiality of Russian market for Bangladesh in our bid to diversity the export market, as our export basket is small and concentrated on USA, EU market, only. In order to augment our export on RMG (Readymade Garments), Garments Accessories, Pharmaceuticals, Leather goods, seafood and other products Russian market should be tapped fully, he pointed out. The President expressed his hope that with the establishing of Inter Government Commission (IGC) our mutual trade and economic cooperation will be more broad-based and deepened. He further underscored on improving connectivity with Russia through shipping cargo, warehouse facilities in Russia and adequate banking facilities for smooth transaction in business. In response H.E Mr. Alexander Vikentyevich Mantytskiy Russian Ambassador in Dhaka also reciprocated the idea saying that both Russian & Bangladesh are engaged in deep friendship right after liberation of Bangladesh and widening the scope for furthering bilateral trade and commerce. He appreciated the role of CIS Chamber in fostering close business ties with Russia and underscored on expediting the operation of roadmap to implement the decisions of 2nd protocol of IGC and for improving business to business cooperation between the two countries. In this connection he called for a list of members of the chamber and also from business community as a whole who are dealing with export/import business in Russia so as to extend full cooperation to them from the Russian embassy and CIS-BCCI chamber. He also stressed on the need of CIS-BCCI’s participation in different Trade Fairs in Moscow and showcase products made in Bangladesh. CIS-BCCI Senior Vice President Mr. Mohammad Ali Deen, Advisers Mr. Manzur Ahmed & Mr. Mahbub Islam Runu, Directors- Ms. Tauhida Sultana, Dr. Joshoda Jibon Deb Nath, CIP, Ms. Salma Hossain Ash, Mr. Abdul Latif Sarker and Secretary of the Chamber Mr. Mustafa Mohiuddin were among others present at the meeting. Mustafa Mohiuddin Secretary, CIS-BCCI  সিআইএস-বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তি রাশিয়ায় নতুন রপ্তানী বাজার উন্মোচন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে সিআইএস-বিসিসিআই সভাপতির বৈঠক কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) সভাপতি জনাব মোঃ হাবিব উল্লাহ ডন ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ আজ ১৩ই সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ ম্যানতিতস্কি সাথে এক সৌজন্য সাক্ষাতকার সভায় মিলিত হন। সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি তার চেম্বারের পরিচালকবৃন্দকে পরিচয় করিয়ে দেন এবং চেম্বারের কার্যক্রম তুলে ধরেন। তিনি রাশিয়া-বাংলাদেশের সৌহার্দপূর্ণ ও গভীর সম্পর্কের কথা উল্লেখ করে জানান যে, দু’দেশের মধ্যে ব্যবসায় বাণিজ্য ও সহায়তার ক্ষেত্র ক্রমশঃ প্রসারমান। জনাব হাবিব উল্লাহ ডন বলেন, আমাদের অনুসৃত রপ্তানী নীতির বাজার বহুমুখীকরণে প্রচেষ্টা হিসেবে রাশিয়াকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে চিহ্নিতকরন এবং সরকারের উদ্যোগের পাশাপাশি পারস্পরিক দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য সিআইএস-বিসিসিআই চেম্বার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, আমাদের পোশাকখাত সহ চামড়া ও পাটজাত দ্রব্য, হিমায়িত মাছ, ঔষধ শিল্প প্রভৃতির এব সম্ভাবনাময় বাজার রাশিয়া। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সিআইএস চেম্বার রাশিয়া-বাংলাদেশের মধ্যে আন্ত-ব্যাংকিং সুবিধাসহ মালামাল পরিবহণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং রাশিয়ার ওয়্যারহাউস সুবিধাদির জন্য দুই দেশের সরকার যাতে প্রচেষ্টা অব্যহত রাখে সে লক্ষ্যে কাজ করে যাবে। রুশ রাষ্ট্রদূত সিআইএস চেম্বারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জানান যে, চলতি বছরের শেষ দিকে আন্তঃসরকার কমিশনের পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি, কমিশনের সিদ্ধান্তবলী বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত রোডম্যাপ কার্যকর করার প্রক্রিয়া ত্বরানিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ‘বিজনেস টু বিজনেস’সহযোগিতা উন্নয়নের আহবান জানান। তিনি সিআইএস চেম্বারের যেসব সদস্য ব্যবসায়ীবৃন্দ রাশিয়ার সঙ্গে আমদানী-রপ্তানী বাণিজ্যে নিয়োজিত আছেন তাদের তালিকা দূতাবাসে প্রেরণ করতে অনুরোধ করেন যাতে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা যায়। এছাড়া তিনি রাশিয়ায় বিভিন্ন পণ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহনের উপর জোর দেন। সভায় সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, উপদেষ্টা জনাব মনজুর আহমেদ ও জনাব মাহাবুব ইসলাম রুনু, পরিচালক মিসেস তৌহিদা সুলতানা, ডা: যশোদা জীবন দেবনাথ, সিআইপি, মিসেস সালমা হোসেন এ্যাশ, জনাব আব্দুল লতিফ সরকার, সচিব জনাব মুস্তাফা মহিউদ্দীন উপস্থিত ছিলেন। মুস্তাফা মহিউদ্দীন সচিব, সিআইএস-বিসিসিআই

Saturday, August 14, 2021

জাতির পিত বঙ্গবন্ধু স্বপরিবারে শাহগত দিবসে

জাতির পিত বঙ্গবন্ধু স্বপরিবারে শাহগত দিবসে জাতীয় মাসিক মুক্তিদূত , পিলখানা পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং সকলের আত্মার মাগফিরাত কামনা ক/র i/ করোনা পরবর্তী অবস্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিক কে মহান আল্লাহ হেফাজত করুন / মুক্তি মজিদ সম্পাদনা প্রধান পিলখানা , ঢাকা

Saturday, March 13, 2021

সিআইএস-বিসিসিআই প্রেস রিলিজ

CIS-BCCI Press Release President of CIS-BCCI (Commonwealth of Independent States-Bangladesh Chamber of Commerce & Industry) Mr. Md. Habib Ullah Dawn along with newly elected his Board of Directors had a call on meeting with Mr. Tipu Munshi, MP, Hon’ble Commerce Minister on March 11, 2021 at the secretariat. CIS-BCCI President briefed the Hon’ble Minister about various activities of the CIS-BCCI Chamber for promoting the trade and economic cooperation between Bangladesh and CIS Countries in our bid to diversify the export market to a new destination. He however, pointed out that at present the main impediment is business transaction between the two countries in banking channel and emphasized that Ministry of Finance, Ministry of Commerce and Bangladesh Bank may take appropriate steps for streamlining financial and banking cooperation between Russia and Bangladesh as proposed in the 1st and the 2nd Protocols of Inter-Governmental Commission meeting held in Moscow and Dhaka. He further pointed out that the 1st and the 2nd Protocols on Russian-Bangladesh Inter-Government Commission (IGC) on Trade, Economic, Scientific and Technical Cooperation signed between Bangladesh and Russia are remarkable examples of our active and fruitful partnership. He further emphasized on carrying forward objectives of the two Protocols especially on mutual regulatory cooperation and harmonization of Trade Rules and setting up necessary infrastructures including warehouses and distribution network The Commerce Minister appreciated the role of CIS-BCCI and emphasized on exploring huge market of CIS countries including Russia to enhance our export basket and competitiveness. He assured of keeping CIS_BCCI involved on necessary follow up on the decisions of IGC (Inter-Governmental Commission) meetings. The President CIS-BCCI requested the hon’ble Miniter for helping the Chamber with research fund for proper exploration of CIS market. Besides the President of CIS-BCCI Mr. Habib Ullah Dawn, others who were present on the occasion are CIS-BCCI Senior Vice President, Mr. Mohammad Ali Deen, Vice President, Mr. Jadab Debnath, Directors Ms. Helena Jahangir, Mr. Md. Mosharaf Hossain, Mr. Rashadul Hossain Chowdhury, Dr. Joshoda Jibon Deb Nath CIP, Mr. Md. Enamul Haque, Ms. Salma Hossain Ash, Mr. Sheikh Fayez Alam, Mr. Abdul Latif Sarker, Mr. Kashfiqur Rahman, Advisers Mr. Mahbub Islam Runu & Mr. Manzur Ahmed and Secretary of the Chamber Mr. Mustafa Mohiuddin. Mustafa Mohiuddin Secretary, CIS-BCCI   সিআইএস-বিসিসিআই প্রেস রিলিজ বাণিজ্যমন্ত্রীর সাথে সিআইএস-বিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত গত বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) প্রেসিডেন্ট জনাব মোঃ হাবীব উল্লাহ ডনের নেতৃত্বে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনসীর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় সিআইএস-বিসিসিআই চেম্বারের কার্যকলাপ তুলে ধরে চেম্বারের প্রেসিডেন্ট জনাব মোঃ হাবীব উল্লাহ ডন বলেন, বাণিজ্যমন্ত্রণালয়ের নিবন্ধনকৃত সিআইএস-বিসিসিআই চেম্বার সরকারের পাশাপাশি বেসরকারীভাবে রাশিয়াসহ সিআইএসভূক্ত দেশসমূহকে বাংলাদেশের তৃতীয় বাজার হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য প্রসারের প্রধান অন্তরায় বিষয়ে তিনি বলেন, এখনো বাংলাদেশ-রাশিয়ার আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থায় উন্নয়ন সাধন হয়নি। তবে সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টার-গভঃমেন্টাল কমিশন মিটিংয়ের পর এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সমস্যা সমাধানের জন্য যৌথ উদ্যোগ নিবে। তিনি দু’দেশের মধ্যে সম্প্রতি সম্পাদিত আন্ত: সরকার কমিশনের ১ম ও ২য় প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রটোকল সমূহের সিদ্ধান্তবলীর দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেন। জবাবে বাণিজ্যমন্ত্রী সিআইএস-বিসিসিআইয়ৈর ভূমিকা প্রশংসা করে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশন সভার সিদ্ধান্তগুলি দ্রুত বাস্তবায়নের জন্য তার মন্ত্রণালয় ও সিআইএস-বিসিসিআইয়ের মধ্যে একযোগে কাজ করার আহবান জানান। রাশিয়া এবং সিআইএস দেশসূহের বিশাল বাজার ধরতে পারলে আমাদের রপ্তানী সম্ভার ও প্রতিযোগিতা দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে মাননীয় মন্ত্রী অভিমত ব্যক্ত করেন। চেম্বারের সভাপতি এই নতুন বাজার ধরার লক্ষ্য কাজ করে যাওয়ার জন্য গবেষনার তহবিলের প্রয়োজনীতার তুলে ধরে চেম্বারকে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ করেন। সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন-মোহাম্মদ আলী দ্বীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জাদব দ্বেবনাথ, ভাইস প্রেসিডেন্ট, পরিচালকবৃন্দ মিসেস হেলেনা জাহাঙ্গীর, জনাব মোঃ মোশাররফ হোসেন, জনাব রাশেদুল হোসেন চৌধুরী, ডা: যশোদা জীবন দেবনাথ, সিআইপি, জনাব মোঃ এনামুল হক, মিসেস সালমা হোসেন এ্যাশ, জনাব শেখ ফয়েজ আলম, জনাব আব্দুল লতিফ সরকার, জনাব কাসফিকুর রহমান, উপদেষ্টা জনাব মাহাবুব ইসলাম রুনু, মঞ্জুর আহমেদ এবং চেম্বারের সচিব জনাব মুস্তাফা মহিউদ্দীন। মুস্তাফা মহিউদ্দীন সচিব, সিআইএস-বিসিসিআই

Wednesday, January 20, 2021

JATIYO SOMAJTANTRIK DAL

বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেয়ায় ভারতের প্রতি জাসদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২০ জানুয়ারি ২০২১ বুধবার এক বিবৃতিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রোজেনিকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন 'কোভিশিল্ড' উপহার হিসাবে বাংলাদেশকে দেয়ায় ভারত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির 'নেইবারহুড ফার্স্ট-সবার আগে প্রতিবেশী' নীতির অংশ হিসাবে প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান, মরিশাস, মায়ানমারকে উপহার হিসাবে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই করোনা মোকাবেলায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা, প্রতিবেশী দেশগুলোকে শুভেচ্ছা ও উপহার হিসাবে ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করে ভারত সরকার বন্ধুত্ব ও সহযোগীতার যে মনোভাব প্রকাশ করেছে তা বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতই অন্যান্য প্রতিবেশী দেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থণ ও সহযোগীতার মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগীতার সম্পর্কের সূচনা হয়েছিল তা আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বার্তা প্রেরক সাজ্জাদ হোসেন দফতর সম্পাদক

DIN BODOL BY ARONA INTERNATIONAL (Check Video)

Tuesday, January 19, 2021

EKATTORER GHATAK DALAL NIRMUL COMMITTEE

প্রেস বিজ্ঞপ্তি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন দশক উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনার ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নির্মূল কমিটি ৩০ লক্ষ গণস্বাক্ষরযুক্ত আহ্বান জাতিসংঘে পাঠাবে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং সন্ত্রাসী মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সর্ববৃহৎ নাগরিক সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আজ (১৯ জানুয়ারি) কেন্দ্র ও বিভিন্ন শাখার উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। সকালে কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদজননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নির্মূল কমিটির ৩০তম জন্মদিনের অনুষ্ঠানসূচি আরম্ভ হয়। বিকেলে সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়, যেখান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী জান্নাতুল ফেরদৌসী লাকী, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সভাপতি সমাজকর্মী তরুণ কান্তি চৌধুরী, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সমাজকর্মী আনসার আহমেদ উল্যাহ, ইন্দো-বাংলাদেশ ফোরাম ফর সেক্যুলার হিউম্যানিজমের সাধারণ সম্পাদক সমাজকর্মী বিদ্যুৎ দেবনাথ, নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত বাঙালী, নির্মূল কমিটির আইন সহায়ক কমিটির দপ্তর সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান বাবু ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল প্রমূখ। সভাপতির প্রারম্ভিক ভাষণে শাহরিয়ার কবির ৩০ বছরের আন্দোলনের দীর্ঘ পদযাত্রায় বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মূল কমিটি আগামী এক বছরে বাংলাদেশের মাটিতে সংঘটিত ১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের ৩০ লক্ষ নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করে জাতিসংঘ সহ সদস্য রাষ্ট্রসমূহের সরকারের নিকট পাঠাবে। তিনি বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণের জন্য ২০১৭ সালের মার্চে জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হলেও সরকারিভাবে এ পর্যন্ত ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’ শাহরিয়ার কবির আরও বলেন, ‘পাকিস্তান ও পাকিস্তানপন্থীরা প্রথম থেকেই ’৭১-এর গণহত্যার দায় শুধু অস্বীকার করছে না, বরং এই মুক্তিযুদ্ধকালে তথাকথিত পাকিস্তানিদের হত্যার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীকে দায়ী করছে। নির্মূল কমিটি দীর্ঘকাল পাকিস্তান সহ বিভিন্ন দেশে ’৭১-এর নৃশংসতম গণহত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে গণহত্যাকারীদের বিচারের পক্ষে দেশে ও বিদেশে জনমত সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখলেও সরকার সক্রিয় উদ্যোগ গ্রহণ করলে অন্তিমে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে গণহত্যাকারী পাকিস্তানের মিথ্যা বয়ান সত্য বলে প্রতিষ্ঠিত হবে এবং এর জন্য আমাদের ৩০ লক্ষ শহীদ পরিবার সহ গোটা জাতির কাছে দায়ী থাকতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি না হলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটা গণমানুষের কাছে পৌঁছুতে পারত না। গণমানুষ যদি আন্দোলিত না হত তাহলে হয়ত আমাদের দল এবং সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যুদ্ধাপরাধীদের বিচারে হয়তো এভাবে উদ্যোগ নিত না। শহীদ জননী জাহানারা ইমাম, কবি সুফিয়া কামাল, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির সহ যারা নির্মূল কমিটির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সবার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে নির্মূল কমিটি যে প্রস্তাব করেছে সে প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করি। দ্রুতই মন্ত্রীপরিষদে নির্মূল কমিটির এই দাবীর বিষয়ে আমি কথা বলব। নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আর কোনো সংগঠন একটানা ত্রিশ বছর একটি আন্দোলন চালিয়ে যেতে পারেনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন এমন একটি আন্দোলন যেখানে সব সময় দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা যুক্ত হয়েছেন। এ বিষয়ে নির্মূল কমিটি গর্ব করতেই পারে। আমাদের সফলতা অনেক, ব্যর্থতার দায় আমরা নেব নাÑ কারণ, যখন আমরা দেখি একজন শাহরিয়ার কবির এদেশে স্বাধীনতা পদক পান না, কিন্তু এমন অনেককে পদকটি দেওয়া হয়েছে তাদের আমরা চিনি না, ফলে নির্মূল কমিটির যদি কোনো ব্যর্থতা থেকে থাকে সেটি রাজনৈতিক দলগুলোর ক্ষমতার রাজনীতির বিষয়। নির্মূল কমিটি কখনও ক্ষমতা চায়নি, নির্মূল কমিটি ঘাতক-দালালদের বিচারের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন চালিয়ে গিয়েছে, আন্দোলন চালিয়ে যাবে। কেন্দ্রীয় কমিটির নেতা কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, নির্মূল কমিটির এই বিশাল কর্মকাণ্ডে অনেকেই জড়িত। তাদের সবার কাছে এই দেশ কৃতজ্ঞ থাকবে। আমি শাহরিয়ার কবিরের নাম আলাদাভাবে মনে করিয়ে দিতে চাই, মুক্তিযুদ্ধের জন্য একজন মানুষের এত তীব্র ভালবাসা থাকতে পারে, নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না! জোট সরকারের আমলে প্রতিহিংসার কারণে শাহরিয়ার কবির জেল খেটেছেন। এই দেশকে ভালবাসার জন্য একজন মানুষকে কত কষ্ট করতে হয়, আমি নিজের চোখে দেখেছি। যুদ্ধাপরাধী শর্ষিনার পীরকে স্বাধীনতা পদক দিয়ে এই দেশকে অনেক বড় অপমান করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানিত করার বেলায় শাহরিয়ার কবিরকে কারও চোখে পড়ে না ভেবে আমি মাঝে মাঝে অবাক ও হতাশ হয়ে যাই! কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ওয়াজ ও দাওয়াতি কার্যক্রমের নামে তৃণমূলে বিস্তার ঘটাচ্ছে। নির্মূল কমিটিকে এই অপশক্তি প্রতিরোধে তৃণমূলে সংগঠনের বিস্তার ঘটাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদী অপশক্তির অপপ্রচার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অপশক্তি ‘সাইবার জেহাদ’ মোকাবেলার জন্য নির্মূল কমিটি একটি সাইবার বাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশে বিদেশে নির্মূল কমিটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ। আগামী সম্মেলনের আগে এই সংখ্যা ১০ লক্ষে উন্নীত করার পদক্ষেপ নেয়া হবে। সভায় অন্যান্য বক্তা নির্মূল কমিটির আন্দোলনের ৩০ বছরের বিভিন্ন অর্জন তুলে ধরে বলেন, একটি সংগঠন ও আন্দোলন কীভাবে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে পারে তার অনন্য দৃষ্টান্ত হচ্ছে নির্মূল কমিটি। তারা বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে নির্মূল কমিটির ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলন আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। mUKTI mAJID, eNAYETGANJ, hAZARIBAG সংবাদদাতা