http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, October 12, 2011

Mystry ot firing on Cine Star Deepzal Police said [Bangladesh]


ডিপজলকে গুলি, 'রহস্যজনক' বলছে পুলিশ

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য পুলিশের ধারণা, অস্ত্রের লাইসেন্স বাতিল ঠেকাতে তিনি এ কাজ করে থাকতে পারেন।

ডিপজল জানিয়েছেন, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তিনিও সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

এ বিষয়ে পল্টন থানার ওসি শহিদুল হক দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়নগর সড়কে ডিপজলের গাড়ি এসে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী 'সমিতিতে কি হয়েছে' বলে তাকে হুমকি দেয়। পরে আশেপাশের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা ডিপজলকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি করে। এ সময় ডিপজলও তার অস্ত্র দিয়ে গুলি ছোড়েন। তবে এতে কেউ হতাহত হয়নি।

অবশ্য হামলাকারীদের চিনেন না বলে দাবি করেছেন ডিপজল।

এদিকে গত বছর নভেম্বর মাসে গাবতলীতে এক পুলিশ সদস্যকে মারধর এবং অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকির ঘটনায় ডিপজলের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসর্মপণ করে তিনি ওই মামলায় জামিন নেন। তদন্ত শেষে ওই মামলায় তাকে অভিযুক্ত করে অভিযোগপত্রও দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের সুপারিশে বাতিল করা হয় তার সব অস্ত্রের লাইসেন্স।

দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে ডিপজল আপিল করেছেন। তবে ওই আপিলের কোনো সিদ্ধান্ত হয়নি।

অস্ত্রের লাইসেন্সের বাতিল ঠেকাতে ডিপজল পরিকল্পিতভাবে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন- এমন ধারণা করছেন পল্টন থানার ওসি।

No comments: