প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Sunday, October 9, 2011
মহাজোটের ছাতার নিচের টেন্ডারবাজদের দমন করতে হবে : হাসানুল হক ইনু Monopoly Tendering Must Stopped under Shelter of Mohazatt Government
ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মহাজোটের ছাতার নিচে যারা দলবাজি-টেন্ডারবাজি করছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে। মহাজোট সরকারের শাসন-প্রশাসন পরিচালনায় ব্যর্থতার কোনো সুযোগ নেই। শাসন-প্রশাসনে যতটুকু ভুলত্রুটি, অযোগ্যতা, অদক্ষতা, ব্যর্থতা আছে—তা শক্ত হাতে দূর করতে হবে। নিত্যপণ্যের মূল্য এবং বাসভাড়া নিয়ন্ত্রণ করতে হবে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের রক্ষা করতে হবে। এ ব্যাপারে অজুহাতের কোনো সুযোগ নেই।
গতকাল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি আওয়ামী লীগকে ‘একলা চলো’ নীতি পরিহার করে মহাজোটকে সক্রিয় করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান
বাদল এমপি, মজহারুল হক টুলু, অ্যাডভোকেট রবিউল আলম, ইন্দুনন্দন দত্ত, মোশারফ হোসেন, রেজাউল করিম তানসেন, নাজমুল হক প্রধান, ইকবাল হোসেন খান, মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment