Held Seminar on
"Informal Sector Labour Rights Forum"
Venue as National Press Club, VIP Lounge -Dhaka
Details Key Note Paper with this last attachments
Venue as National Press Club, VIP Lounge -
Details Key Note Paper with this last attachments
“অপ্রাতিষ্ঠানিক খাত ও শ্রম আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১৫ই অক্টোবর, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে’র ভিআইপি লাউন্জে “নগর দরিদ্র, অপ্রাতিষ্ঠানিক খাত ও শ্রম আইন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার সভাপতিত্ব করেন “অপ্রাতিষ্ঠানিক খাত শ্রম অধিকার ফোরাম” এর আহ্বায়ক জনাব আবুল হোসাইন। অপ্রাতিষ্ঠানিক খাত বিষয়ক প্রবন্ধ পাঠ করেন ফোরাম সমন্বয়ক রিপন আচার্য। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব জাফরুল হাসান (সাধারন সম্পাদক-জাতীয়তাবাদি শ্রমিক দল), জনাব রাজেকুজ্জামান রতন (সাধারন সম্পাদক- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট), লাভলি ইয়াসমিন (যুগ্ন আহ্বায়ক-অপ্রাতিষ্ঠানিক খাত শ্রম অধিকার ফোরাম), জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ (সহকারি নির্বাহি পরিচালক-বিলস), জনাব মনোয়ার মোস্তফা (গবেষনা পরিচালক-ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউট) সহ বিভিন্ন সেক্টরের বক্তাবৃন্দ।
No comments:
Post a Comment