সূত্র ঃ তারিখ ঃ ২৫/০১/২০১৫
শওকত মাহমুদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা প্রত্যাহারেন জোর দাবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসে পেট্রল বোমা হামলার মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানোয় বিস্ময় প্রকাশ করে অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান রবিবার এক যুক্ত বিবৃতিতে ওই ঘটনার শওকত মাহমুদকে যুব্ক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেই। এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শস্তি হোক, আমরা চাই। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত দোষীদের গ্রেফতার না করে শওকত মাহমুদের মত একজন মেধাবী সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রিয় নেতাকে এ মামলায় অন্তর্ভুক্ত করেছে।
জনাব শওকত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার প্রতিবাদসহ গণমাধ্যমের স্বাধীনতা, মহ প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে তিনি সব সময়ই সোচ্চার। টিভি টকশোতে তিনি এসব ব্যাপারে জোরালো বক্তব্য রেখে এসেছেন। আমরা মনে করি, তার কণ্ঠ স্তব্ধ করার জন্যই তাঁকে উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।
আমরা অবিলম্বে এ মামলা থেকে শওকত মাহমুদের নাম প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকরা যাতে সুষ্ঠু, স্বাধীন ও নির্বিঘেœ তাদের পেশাগত দায়িত্ব পালন করে যেতে পারে তার পরিবেশ সুষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশ
দৃষ্টি আকর্ষণ
সব প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট এডিটর।
অনুরোধ
অনুগ্রহপূর্বক খবরটি প্রকাশ ও প্রচার এবং আগামীকালের মানববন্ধন কর্মসূচির খবর সংগ্রহের জন্য একজন প্রতিবেদক ও ফটোসাংবাদিক/ইএনজি ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
(জাহাঙ্গীর আলম প্রধান)
সাধারণ সম্পাদক
No comments:
Post a Comment