http://themonthlymuktidooth.blogspot.com

Monday, August 10, 2015

"সমস্ত নারী ও শিশু হত্যার বিচারের আর্তনাদ"



সমস্ত নির্যাতিত নারী ও শিশু এবং নির্যাতনের শিকার হয়ে মৃত সমস্ত শিশু, নারীর এবং আমার ও আমাদের সবার একটাই আর্তনাদ তা হলো বিচারেরআমরা বিচারের আর্তনাদ জানাইগত বছর সাড়া জাগানো নোয়াখালীর ঘটনা একরকম হত্যা মামলা, একরাম হত্যায় দীর্ঘদিন পার হওয়ার পরও বিচার না পেয়ে হতাশ হয়ে আর্তনাদ করে আকুতি এবং অভিমানী কণ্ঠে তার পরিবার বলেছিলো বিচার পেলামনা বিচার কেয়া মতের দিন পাবোআমি বলবো কেয়ামতের দিনতো সৃষ্টিকর্তা সব অপরাধের এবং অপরাধীদের বিচার করবেইতবে এই দুনিয়াতে মানব সমাজের বিচারালয়ে বিচার হতে হবে আমরা তাই চাইএ আর্তনাদ আজ সবার 
গতমাসে ৮৩ নারী ধর্ষিতাজুলাই মাসে ৩৬৮ নারী বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেনএর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩ টিগণধর্ষণের শিকার হয়েছেন ১৫ জনআর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯ জনকেএছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকেশ্লীলতা হানির শিকার হয়েছেন ১০ জনযৌন নির্যাতনের শিকার হয়েছেন একজনগত মাসে ৬২ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছেযৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন নারীযৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৯ জনকেএসিড দগ্ধ হয়েছে ৪ জনঅপহরণের ঘটনা ঘটেছে ছয়টিনারী ও শিশু পাচার হয়েছে ৪ জনএর মধ্যে যৌন পল্লীতে বিক্রি করা হয়েছে ২ জনকেনির্যাতনের শিকার হয়েছে ৪ জন গৃহ পরিচারিকাএর মধ্যে হত্যা করা হয়েছে ২ জনকে ওই সময়ের মধ্যে উত্তক্ত করা হয়েছে ২৪ জনকেএর মধ্যে আত্মহত্যা করেছেন একজনফতোয়ার শিকার হয়েছেন৭ জনবিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন আত্মহত্যা করেছেন এবং ৯ জনের রহস্য জনক মৃত্যু হয়েছেবাল্য বিবাহের শিকার হয়েছে ৩ জনপুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ২ জনশারীরিক নির্যাতন করা হয়েছে ৩০ জনকেগত ৪ আগস্ট বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় 
গত এক মাসেই যদি এ অবস্থা হয় তাহলে পুরো বছরের হিসেবের রূপরেখা কি হতে পারে তা কি ভাবা যায় অনুমানতো করা যায়শিশু নির্যাতন ও কোন অংশে কম নয়অপরাধির এবং অপরাধের ধরণ পাল্টেছে অভিনব কায়দায় বিকৃত ভাবে শিশু নির্যাতন ও হত্যা চলছেমানবিক মূল্যবোধের অবক্ষয়, ধনী গরীবদের ব্যবধান, সচেতনের অভাব, শিশু শ্রম, গরীবের উপর ধনীর প্রভাব বিস্তার, দূর্বলের উপর সবলের অত্যাচার, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক লড়াই এবং বিচার না হওয়া আরো অনেক কিছুই দায়ী এ অবস্থার জন্য 
গত ৫ই আগস্ট পত্রিকায় দেখলাম সুটকেসে ৯ বছরের শিশুর লাশশিশুর শরীরে আগুনের ছ্যাকা ও বলাৎকারের আলামত পাওয়া গেছেগত ৩১শে ডিসেম্বর পানির পাইপের ভিতরে পড়ে জিহাদের মৃত্যু সবাইকে কম বেশী নাড়িয়ে দিয়েছেমনে হয় অনাকাঙ্খিত দূর্ঘটনা কিন্তু গভীরে গিয়ে বিশ্লেষন করলে দেখা যায় কে বা কারা জড়িত আছেযাদের বিচার আজও শেষ হয়নি ও ভাবেই চলছেবিচার না করে জিহাদের বাবাকেই নাজেহাল করা হয়েছেতারপর সিলেটের রাজন হত্যা, তারও কোন বিচার কাজ আজও হয়নিতারপর সাভারে সাগর হোসেন ১০ বছর বয়সী শিশুকে মাদক সেবনের অপরাধী বলে পিটিয়ে হত্যা করা হয়, তার বিচারও আজও হয়নি, ময়মনসিংহের ভালুকায় ছাগল চুরির অপরাধে জাম গাছের সাথে ঝুলিয়ে শামীম নামে এক শিশুকে পালাক্রমে নির্যাচন চালানো হয়, তাদের বিচার আজও হয়নিতারপর ২টি বাচ্চা তার মায়ের সাথে দেখা করতে যাওয়ায় ১৮ মিনিট বাচ্চা দুটিকে পিটানো হয় তার যথাযথ বিচার হয়েছে? তারপর সাতক্ষীরায় রাস্তায় উপর খেলে কাঁদা করার অপরাধে ছোট দুটি বাচ্চাকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন চালানো হয় কি নিষ্ঠুর সেই দৃশ্য, তারও বিচার হয়নিহয়নি বরগুনার শিশু রবিউল আউয়াল হত্যার বিচার, বিচার হয়নি চাঞ্চল্যকর রাকীব হত্যার, খুলনার কত বিকৃত কায়দায় শিশুটিকে মারা হয়েছে এবং সম্প্রতি বুলেট বেগম (সুরাইয়া) ও তার মা বুলেটে ঝাঁজরা তারও বিচার আমরা পাইনি 
নাম না জানা এমন অসংখ্য শিশু প্রতিনিয়তই নির্যাতন বা হত্যা হচ্ছে, বিচার হচ্ছে না, কেউ জানতেও পারছেনাবিচার না হওয়াতে দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই যাচ্ছেসমস্ত শিশুর আত্মা আজ কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে তাদের মায়েরাও, কষ্ট পাচ্ছে সমস্ত নির্যাতিত নারীরাওকষ্ট পাচ্ছি আমিওআমাদের সকলের এখন একটাই আর্তনাদ বিচার হবে কবে? অচিরেই বিচার হউক সমস্ত অপরাধীদেরআইন ও আইনের শাসনের প্রতি আমরা আস্থা হারাতে চাই না সম্মান রেখেই বলছি আমাদের অধিকার আস্থা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হউকআইন ও আইনের শাসনের প্রতিষ্ঠা হউক আমরা তাই প্রত্যাশা করিআইন ও আইনের শাসন মানুষের কল্যাণের জন্যইতার যথাযথ ভূমিকা না থাকলে আস্তে আস্তে মানুষ আস্থা হারিয়ে নিজেরাই হিংস্রজন্তু হয়ে উঠবেসভ্য সমাজের দৃশ্যপট বদলে যাবে 
কালকে দেখলাম ৫ম শ্রেণীর এক এতিম অসহায় শিশুকে আওয়ামী লীগের পৌর সহ-সভাপতি ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছেকয়েকদিন আগে পত্রিকায় দেখলাম জমি জমার শত্রতার জের ধরে নানী-নাতনীকে সারা রাত ধর্ষণ করা হয়েছেআমরা এসব চিত্র আর দেখতে চাইনাচাই এই নোংড়া কাজ গুলোর বিচার হউকঅপরাধী যে হউকশিশু ও নারী সংগঠন গুলোকে আরো শক্ত ভূমিকা রাখতে হবেউপর মহলের দায় সারা বক্তব্য মনোভাব বাদ দিতে হবেস্পষ্ট করে বলতে হবে এসব অন্যায়ের বিচার হবে কবে? এবং বিচার কার্য নিশ্চিত করতে হবেআমরা মন ভুলানো কথা শুনতে চাইনাচাইনা বিচার কার্যের নীতিমালাও প্রক্রিয়া নিয়ে দীর্ঘ মেয়াদী আলোচনা শুনতেআমরা বিচার চাই অতি শীঘ্রইকত ঘটনারইতো বিচার কাজ চলছে এবং বিচারও হচ্ছে, তবে এগুলো কেন পিচিয়ে থাকবে এই বিচারগুলো সমান ভাবে এগিয়ে যাক এবং যাবেই এটাই আমি বা আমরা আশা করি 
নারী পিছিয়ে নেই সবক্ষেত্রে, সব জায়গাতেই এগিয়ে যাচ্ছে সৌদি আরবে পৌরসভা নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছেদেশটি এই প্রথম বারের মত নারীরা ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেনসৌদি শূরা কাউন্সিলের ৬ জন নারী সদস্যের অংশগ্রহণে দেশটির নারী সংগঠন আল-নাহাদা মানব হিতৈষী সোসাইটি আসন্ন পৌর নির্বাচনের জন্য নারীদের প্রশিক্ষন দিচ্ছেএই হলো বর্তমানে সেখানকার অবস্থাজানার পর সত্যি খুব আনন্দিত হলাম, অর্থাৎ কোথাও আর নারীরা পিছিয়ে নেই বা অবহেলিত নয় 
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গার্মেন্টস শ্রমিকেরগত ৪ই আগস্ট পত্রিকায় দেখলাম রেললাইন থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটাপড়ে প্রাণ গেল এক গার্মেন্টস শ্রমিকেরযুবকটির বয়স ৩৫ বছররাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেল লাইনে মর্মান্তিক এ ঘটনা ঘটেআমি কাউকে মরতে বলছিনা তবে ঘটনাটি লিখে শুধু বলতে চাই এরাই সত্যিকারের মানুষ ওদের মনুষ্যত্ব আছেএকটি শিশুর মৃত্যু দেখে সে নিজের জীবনের কথা ভাবেনিশুধুই শিশুটিকে রক্ষা করতে হবে তাই ভেবেছে এ ভাবনা আমাদের সবার কি হতে পারেনাএভাবে আমরা কেন ভাবতে পারছিনা, সেতো মরেও শিশুটির মধ্যেই বেঁচে আছেআমরাও এভাবে বাঁচতে চাইঅন্যায় করে নয়, অন্যায়ের প্রতিবাদ করেপ্রতিরোধ গড়ে তুলে এই ঘটনা এই মুহুর্তে একটি বড় শিক্ষা, লোকটি চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে গেলআমরা তা কেন শিখছিনা 
বাঙ্গালী বীরের জাতি কাউকে ভয় পায়নাসবাই একত্রিত হয়ে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব তা প্রমানিতসমস্ত বাঙ্গালী এক হয়ে জীবনের পরোয়া না করে ঝাপিয়ে পড়েছিল বলেই মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ শত্রমুক্ত হয়ে স্বাধীন হয়েছিলমাঝে একটা সময় আমরা খুব ইভটিজিংয়ের বাড়াবাড়ি দেখেছিলামসমস্ত মানুষ এ ব্যাপারে সচেতন হয়েছিল একত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলে ছিলসবাই একমত হয়ে প্রতিবাদ জোড়ালো ভাবে করে ছিল তার ফলে এখন অনেকটাই এ অপরাধ কমে গেছেতবে বুঝা যায় সবাই একত্রিত হলে একি মনোভাব নিয়ে এগিয়ে এলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে এসব অপরাধও কমতে বাধ্যআমরা রাজন হত্যায় দেখেছি গ্রামের লোকজন অপরাধীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেঅপরাধীদের গ্রাম বাসীরাই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই অপরাধীকে পুলিশের কাছে সোপর্দ করেছেরবিউল হত্যায় দেখলাম জনগণ একত্রিত হয়ে আসামীদের মার ধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেসমস্ত মানুষ যদি এক হয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়অপরাধের বিচারের দাবিতে এক হয়ে জনমত তৈরী করে শক্তিশালী রূপে প্রকাশ ঘটে তাহলে অচিরেই এসব হত্যার বিচার হবে এবং অপরাধ প্রবনতাও কমবেআমি বলতে চাই জনমত এবং জনসচেতনতা তৈরী করতে হবে ও সাহসী মনোভাব নিয়ে আমি বা আমরা সবাই একত্রিত হতে হবেতবেই আস্তে আস্তে শিশু নির্যাতন, নারী নির্যাতন, শিশু ও নারী হত্যা, অন্যায়, অবিচার কমে আসেবই 
প্রতিটি শিশু ও নারীদের সাথে যে অন্যায় হয়েছে বিচার পাওয়া তার অধিকারএ অধিকার খর্ব করা যাবেনাসবার ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবেসমস্ত নির্যাতিত শিশু, নারীও আমি বা আমরা আজ আর্তনাদ করছি বিচারের জন্য এবং দাবি করছি আশাও করছি আমাদের এ আর্তনাদ বিফলে যাবেনা বিশ্বাস করতে চাই আমাদের এ আর্তনাদ সফল হবে পূর্ণতা পাবেসব শিশু ও নারী নিরাপদে থাকবেথাকবে আগামীর সব শিশু এবং মাওযৌতুকের টাকা না পেয়ে এক নারীকে এসিড খাওয়ানো হয়েছেএ মর্মান্তিক ঘটনা দেখতে বা শুনতে চাইনা আমরা কেউ আর এসিড খেতে চাইনাচাই নিরাপদ সুন্দর জীবন 


ডাঃ রুখসানা আমিন সুরমা

No comments: