সাবেক সেনাবাহিনীর প্রধান,
বিএনপি’র স্থায়ী কমিটির
সদস্য
লে.
জে.
মাহবুবুর রহমান
বলেছেন,
জেলা
পরিষদ
নির্বাচনে সাধারণ
জনগণের
কোন
আগ্রহ
নেই।
এ
নির্বাচনেও সাধারণের জনগণের
ভোটের
অধিকার
কেড়ে
নেওয়া
হয়েছে।
তিনি
বলেন,
ভোট
কেনাবেচা, আচরণবিধি লংঘন
সহ
নানা
অভিযোগ
ইতিমধ্যেই আপনারা
গণমাধ্যমের মাধ্যমে দেখতে
পেয়েছেন। লুটপাট
ছাড়া
এই
নির্বাচনে আর
কিছুই
পাওয়া
যাবে
না।
সাধারণ
মানুষের ভোটের
অধিকার
ফিরিয়ে
দিতে
হলে
ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া
কোন
বিকল্প
পথ
নেই।
২০১৬
সালটি
নানা
ঘটনা-দুর্ঘটনার মধ্যে শেষ হলেও
২০১৭
হবে
জনগণের
মুক্তির বছর।
সাধারণ
মানুষকে সাথে
নিয়ে
গণতন্ত্রহীন দেশকে
গণতন্ত্রের দিকে
ফিরিয়ে
আনাই
আমাদের
লক্ষ্য। তিনি
নাগরিক
ঐক্যের
আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান
মান্নাকে ২৭
ডিসেম্বর মঙ্গলবার সকাল
১০টায়
শাহবাগ
পিজি
হাসপাতালের ৩০২
নম্বর
কেবিনে
দেখতে
গিয়ে
গণমাধ্যমের কাছে
এসব
কথা
বলেন।
তিনি
মাহমুদুর রহমান
মান্নার সাথে
একান্তে সাক্ষাতে তার
ব্যক্তিগত চিকিৎসার খোঁজ-খবর নেন এবং
দ্রুত
সুস্থ
হয়ে
আবারো
জনগণের
অধিকার
আদায়ের
লড়াইয়ে
অংশগ্রহণ করবেন
এই
প্রত্যাশা ব্যক্ত
করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রধান উপদেষ্টা, বিএনপি’র স্থায়ী কমিটির
সদস্য
লে.
জে.
মাহবুবুর রহমান-এর নেতৃত্বে একটি
প্রতিনিধি দল
নাগরিক
ঐক্যের
আহ্বায়ক মাহমুদুর রহমান
মান্না’র সাথে সৌজন্য
সাক্ষাতে মিলিত
হন।
অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড.
সুকোমল
বড়–য়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের
সভাপতি
হুমায়ুন কবির
বেপারীর এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য
মোঃ
মঞ্জুর
হোসেন
ঈসা,
সিদ্ধেশ্বরী ডিগ্রী
কলেজের
ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক রাফিজুল হাই
প্রমুখ।
এদিকে ২০ দলীয়
জোটের
শীর্ষ
নেতা
জাগপা’র সভাপতি শফিউল
আলম
প্রধান-এর আশু রোগমুক্তি কামনা
করেছেন
নেতৃবৃন্দ।
Press Release
Majid, Peelkhana
Hazaribag-Lalbag
No comments:
Post a Comment