প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক সংস্থার ৩৫তম
বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার ৩৫তম
বার্ষিক সাধারণ সম্মেলন ৩১
ডিসেম্বর শনিবার সকালে
ঢাকার বাংলাদেশ শিশু
কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে
সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি
মুহম্মদ আলতাফ হোসেন
এবং দ্বিতীয় পর্বে
সভাপতিত্ব করেন জাতীয়
সাংবাদিক সংস্থার স্থায়ী
পরিষদের চেয়ারম্যান লায়ন
মোঃ গনি মিয়া
বাবুল। সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ
করেন সংস্থার মহাসচিব সাজ্জাদুল কবীর
ও অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন
সংস্থার অর্থ বিষয়ক
সম্পাদক শাহাদাৎ হোসেন
রিটন। সম্মেলনে বক্তব্য রাখেন
সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি
মীর লিয়াকত আলী,
সিনিয়র সহ-সভাপতি
মোঃ শাহ্জাহান মোল্লা,
সহ-সভাপতি আলমগীর
গনি, যুগ্ম-মহাসচিব কাজী
সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য
সামসুল আলম জুলফিকার, সাংগঠনিক সচিব
আবুল বাশার, সহকারী
মহাসচিব আবু মুসা,
প্রচার সম্পাদক ডা:
এসএম সারওয়ার হোসেন,
ঢাকা আঞ্চলিক কমিটির
সাধারণ সম্পাদক মোঃ
রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন
সংস্থার প্রশিক্ষণ বিষয়ক
সম্পাদক অধ্যক্ষ আবু
হানিফ খান। বিভিন্ন জেলা-উপজেলা শাখার
নেতৃবৃন্দ ছাড়াও সংস্থার স্থায়ী
পরিষদ, নির্বাহী পরিষদ
ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ সবাই
উপস্থিত ছিলেন।
সভায় মুহম্মদ আলতাফ
হোসেন বলেন, জাতীয়
সাংবাদিক সংস্থা ৩৫
বছর যাবত সাংবাদিক নিয়ে
পেশাগত মানোন্নয়নে নিরলসভাবে কাজ
করে আসছে। তিনি
সকলকে ইতিবাচক সাংবাদিককতা করার
আহ্বান জানান।
লায়ন মোঃ
গনি মিয়া বাবুল
বলেন, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও
সু-শাসন নিশ্চিত করতে
শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। তিনি
আরো বলেন, সাংবাদিকরা দেশের
উন্নয়নে সর্বদা কাজ
করে আসছেন, কিন্তু
টেকসই উন্নয়নের ও
অগ্রগতির জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ সংবাদ
সাংবাদিকতা।
বার্তা প্রেরক
ডা: এসএম
সারওয়ার হোসেন
প্রচার সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা
Sangbadik Majid, Gausul Azam New Market, Dhaka
No comments:
Post a Comment