নাঃগঞ্জ,২৩
জানুয়ারী-হিন্দু ধর্মীয় কল্যাণ
ট্রাস্টের উদ্যোগে নাঃ
গঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয়ে মন্দির ভিত্তিক
শিশু ও গণশিক্ষা
কার্যক্রম ৪র্থ পর্যায়ের
শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরুস্কার বিতরনী
অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত
হয়েছে। উক্ত অনুষ্ঠানে
মন্দির ভিত্তিক শিশু
ও
গণশিক্ষা কার্যক্রম নাঃগঞ্জ
জেলার সহকারী পরিচালক
শাকুরুননেছা (মুনা) এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নাঃগঞ্জ
জেলা প্রশাসক রাব্বী
মিয়া
, অন্যান্য অতিথিদের মধ্যে
উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক শিক্ষা
ও
আইসিটি মোঃ ছরোয়ার
হোসেন
,অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ মতিয়ার রহমান,বাংলাদেশ জাতীয় হিন্দু
মহাজোটের সিনিয়র সহ-সভাপতি
মানিক চন্দ্র সরকার
প্রমুখ।
পবিত্র গীতা
পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান
শুরু হয় গীতা
থেকে পাঠ করেন
শ্রী শ্রী বালা
জিয়র মন্দিরের কেন্দ্র
শিক্ষক চন্পা গোস্বামী।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা থেকে
আগত শিক্ষকদের উপস্থিতিতে
প্রধান অতিথি জনাব
রাব্বী মিয়া বলেন
প্রাথমিক ও গণশিক্ষা
কার্যক্রমকে এগিয়ে নেওয়ার
জন্য সকলের সহযোগিতা
দরকার। উক্ত অনুষ্ঠানে
মোট ৫জন শ্রেষ্ঠ
শিক্ষক ও ১০
জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের
মধ্যে পুরুস্কার বিতরন
করা হয়। তাদের
মধ্যে অমিত মন্ডলসহ
৫জন শ্রেষ্ঠ শিক্ষক
ও
অহনা মজুমদারসহ ১০জন
শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে
পুরুস্কার গ্রহন করেন।
মন্দির ভিত্তিক
শিশু ও গণশিক্ষা
কার্যক্রম ৪র্থ পর্যায়, র্ধম বিষয়ক মন্ত্রণালয়ের
অধীন হিন্দু ধমীয়
কল্যাণ ট্রাস্ট কর্তৃক
বাস্তবায়ধীন একটি প্রকল্প
। ২০০২-০৩ অথ বছর
থেকে প্রকল্পটি অদ্যবধি
চলমান রয়েছে । ইতপূর্বে প্রকল্পটির ১ম,২য়
ও
৩য় পর্যায় সফলভাবে
বাস্তবায়িত হয়েছ। বর্তমান সরকারের
ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫
শিক্ষাবর্ষে সমগ্র বাংলাদেশে (৬৪ জেলার ৪৮৯টি
উপজেলায়)
সম্প্রসারিত করা সম্ভব
হয়েছে ।৫৩টি
অাঞ্চলিক/জেলা কার্যালয়ের মাধ্যমে
বর্তমানে ৫২৫০টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ও ২৫০টি বয়স্ক শিক্ষাকেন্দ্র
পরিচালিত হচ্ছে ।
Sangbadik Majid
Peelkhana 1 No Gate,
Hazaribag- Lalbag
Dhaka
No comments:
Post a Comment