শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ইস্কন এর উদ্যোগে গৌর পূর্ণিমা শোভাযাত্রা ॥
স্থান: শ্রী শ্রী
রাধাগোবিন্দ মন্দির
ইস্কন,দেওভোগ, নারায়নগঞ্জ ।
তারিখ ও সময়ঃ ২৭ ফাল্গুন, ১২ মার্চ, রবিবার,
সকাল: ৮ : ঘটিকা।
নিবেদক
শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী (অধ্যক্ষ)
শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দির,ইস্কন,নারায়ণগঞ্জ মোবাইল-০১৮১৯৪৪৮৬৩৪, তথ্য ও যোগাযোগঃ০১৭২৯৪৯৮৫০৬
|
শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩০তম শুভ
আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে নারায়ণগঞ্জ
দেওভোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির
প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য হরিনাম সংকীর্ত্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রবিবার
সকালে শহরের দেওভোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য
শোভাযাত্রা বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত
হবে। শোভাযাত্রাসহ প্রতিবছরের ন্যায় এবারো উৎসবটি পালন করতে বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির
ইসকন
নারায়নগঞ্জ। উক্ত
অনুষ্ঠানমালা সফল করতে আপনাদের সবান্ধব উপস্থিতি ও সহযোগীতা একান্তভাবে কাম্য। যে সকল মাঙ্গলিক
আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদযাপিত হবে শুভ গৌর পূর্ণিমা ২০১৭ তা হলো ২৬ ফাল্গুন, ১১ মার্চ, শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় গঙ্গা আহবান,২৭ ফাল্গুন,
১২ মার্চ, রবিবার, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি
উপলক্ষে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস ,সকাল: ৮ :০০ ঘটিকায় সংকীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,বিকাল ৪:০০ ঘটিকায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় শ্রীমম্নহাপ্রভুর মহা অভিষেক,
৭:৩০ ঘটিকায় গৌর আরতি, ৮:৩০ ঘটিকায় অনুকল্প প্রসাদ বিতরণ ।উক্ত অনুষ্ঠানে মন্দির অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস
ব্রহ্মচারী এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিষ্টার তাপস
কান্তি বল, ও বৈকালীক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব মনোজ কান্তি বড়াল,অন্যান্য
অতিথীদের মধ্যে উপস্থিত থাকবেন রঞ্জীত কুমার দাস, ডাঃ দীলিপ কুমার দাস,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ইস্কন
লাইফ মেন্বার মানিক চন্দ্র সরকারসহ
ইস্কন ও সবস্তরের ভক্তবৃন্দ ।
Sangabdik Majid,
35/2 LolitMohon Das Lane,
Peelkhana 1 No gate,
Dhaka
No comments:
Post a Comment