গণহত্যা দিবস পালনের
সিদ্ধান্ত গ্রহণকে স্বাগত
জানাতে
আগামীকাল জাসদের আলোচনা
সভা
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ
সম্পাদক শিরীন আখতার
এমপি’র প্রস্তাবনার ভিত্তিতে মহান
জাতীয় সংসদ কর্তৃক
গত ১১ মার্চ
সর্বস্মতভাবে প্রতিবছর ২৫
মার্চ গণহত্যা দিবস
পালনের সিদ্ধান্ত গ্রহণকে স্বাগত
জানাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল ১৬
মার্চ ২০১৭ বৃহস্পতিবার সকাল
১১ টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে
আলোচনা সভার আয়োজন
করেছে। এ আলোচনা
সভায় বক্তব্য রাখবেন
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের বিমান
ও পর্যটন মন্ত্রী এবং
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি
রাশেদ খান মেনন
এমপি, জাসদের সাধারণ
সম্পাদক শিরীন আখতার
এমপি, সেক্টরর্স কমান্ডার ফোরামের মহাসচিব হারুন
হাবিব, বাংলাদেশের সাম্যবাদী দলের
সাধারণ সম্পাদক দিলীপ
বড়–য়া, জাতীয়
প্রেসক্লাবের সভাপতি শফিকুর
রহমান, জাসদের কার্যকরী সভাপতি
এড. রবিউল আলম,
একাত্তরের ঘাতাক দালাল
নির্মূল কমিটির সভাপতি
শাহরিয়ার কবির, জাসদ
স্থায়ী কমিটির সদস্য
এড. হাবিবুর রহমান
শওকত, ড. আনোয়ার
হোসেন প্রমূখ।
বার্তা প্রেরক
Sangbadik Enamul
c/o. AlAmin Jewelers
38 Lolita Mohon Das Lane,
Dhaka 1100
No comments:
Post a Comment