বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ৪টি বামদল
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) এর ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়নের সংগঠক আশরাফ সারোয়ার এক বিবৃতিতে নিরপেক্ষ তদারকি সরকারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা এবং সাতক্ষীরায় কর্মসূচি থেকে ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৪টি বামদল এর নেতৃবৃন্দ।
তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি উত্থাপন করে আজ ২০ সেপ্টেম্বর ২০১৮ নির্বাচন কমিশন ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে।
নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। তারা অবিলম্বে দেশবাসীকে এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বার্তা প্রেরক
মহিনউদ্দিন চৌধুরী লিটন
No comments:
Post a Comment