জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২০তম হত্যাবার্ষিকীতে জাসদের আলোচন অনুষ্ঠিত
জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার বিকাল ৪ টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ, তিন তলায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহিদুল ইসলাম, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।
আলোচনা সভায় ভাষনদানকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ১৯৯৯ সালে কুষ্টিয়ার কালিদাসপুরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে জাতীয় বীর কাজী আরেফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, ইসরাইল হোসেন তফসের, শমসের আলী মন্ডলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভড়াডুবি হলেও বিএনপি সুর বদলায়নি, জঙ্গি ছাড়েনি, মাফও চায়নি। বিএনপি এখনো চক্রান্তের পথেই রয়েছে। মহাজোটের প্রতিপক্ষ হচ্ছে অদৃশ্য ভূতের চক্র। তিনি বলেন, নির্বাচনে বিজয়ের পরও মহাজোট বা ১৪ দলের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় না, আনন্দে গাঁ ভাসানোর সময় না। এখন কাজ হচ্ছে বিজয়কে সংহত করা, জঙ্গি পুনরুত্থানে ফাঁকফোকর রোধ করা-অপচেষ্টা বন্ধ করা। তিনি বলেন, জামাত হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির বিষফোড়া আর বিএনপি হচ্ছে রাজনীতির বিষবৃক্ষ। জামাত হচ্ছে যুদ্ধাপরাধীদের দল-সন্ত্রাসী দল। তাই জামাত মুক্তিযুদ্ধের সময়কার অপকর্মের জন্য ক্ষমা চাক অথবা নাই চাক তাদেরকে মাফ করা যায় না।
রাশেদ খান মেনন তার ভাষণে বলেন, মোল্লাতন্ত্ররা নতুন করে সক্রীয় হয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
সকাল ৮টায় কাজী আরেফ আহমেদ এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
জাসদ কেন্দ্রীয় কমিটি জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২০তম হত্যাবার্ষিকীতে আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ৮টা ৩০মিনিটে ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী মাজারে, কাজী আরেফ আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাই আখতার, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মাইনুর রহমান, সাধারণ সম্পাদক নুরুন নবী, ঢাকা মহানগর উত্তর সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাসদের দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, মুনির হোসেন, সদস্য কাজী সিদ্দিকুর রহমান, হাসান আলী বাবু, জাতীয় শ্রমিক জোট সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহম্মদ সামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননী, প্রচার সম্পাদক এনামুল ইসলাম রোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ গোলাম কিবরিয়া প্রমুখ।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক
|
প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Saturday, February 16, 2019
জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২০তম হত্যাবার্ষিকীতে জাসদের আলোচন অনুষ্ঠিত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment