জাতীয় মাসিক মুক্তিদূত এর ২৬ বৎসর পূর্তি
উপলক্ষে কিছু স্মৃতিচারণ l ছবিতে বামে জাতীয় মাসিক মুক্তিদূত এর প্রথম
উপদেষ্টা মন্ডলীর সদস্য মুন্সীগঞ্জ ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী
সেগুফতা ইয়াসমিন এমিলি আপা, দ্বিতীয়
বঙ্গবন্ধুর পার্শে দন্ডায়মান জনাব গোলাম রাসূল মল্লিক - প্রধান সম্পাদক ও
ম্যানেজিং ডিরেক্টর ইস্টার্ন নিউস এজেন্সী - এ না (বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি
সংবাদ সংস্থা ) আমাদের সাবেক সম্পাদক/উপদেষ্টা
মন্ডলীর সভাপতি এবং সর্বশেষ আছেন জনাব ইশফাকুল মজিদ প্রতিষ্ঠাতা সম্পাদক (
ব্রিটিশ ফার্ম পার্ল এন্ড প্রুডেনটিয়াল অস্সুয়ারেন্স কোম্পানি - বাংলাদেশ
ব্রাঞ্চের রেসিডেন্সিয়াল ম্যানেজার) l
এম, পি এমিলি অপার পিতা জনাব নুরুল ইসলাম চাচা ছিলেন
পরিচালনা বোর্ডের নির্বাহী এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি l েকে েকে অনেকগুলো বৎসর পেরিয়ে ২৭ বৎসরে পদার্পন করলো l আমরা কোনোরূপ সরকারি সাহায্য এবং অনুদান
ব্যাতিত আমাদের সংবাদপত্র/জার্নাল/সংবাদ মাধ্যমের কার্যধারা পাঠক এবং
শুভানুধ্যায়ীদের দোআ অব্যাহত রেখেছি
পত্রিকা প্রকাশনা, ব্লগ , ওয়েবসাইট, বিভিন্ন
সামাজিক মাধ্যম এবং কর্মের মাধ্যমে l তৎকালীন সাবেক ঢাকা জেলা প্রশাসক জনাব আব্দুল
আজিজ (রংপুর) এবং সাবেক মাননীয় আই, জি, পি জনাব আনোয়ারুল
ইকবাল যিনি তত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাদের আন্তরিক সহযোগিতা
এবং দোআ ছিল l এখনো আমরা তাদের
ঐতিহ্য এবং ত্যাগ মহিমা ধরে রেখে আমাদের সাংবাদিকতা এবং গণমাধ্যমের সঠিক
ধারাবাহিকতা ধরে রাখার এবং দেশ ও জাতির কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ l আপনাদের আন্তরিকতা এবং আশীর্বাদ আমাদের চলার
পথের পাথেয় l
নিবেদক
মামুনুল মজিদ
সম্পাদনা প্রধান এবং প্রকাশক
জাতীয় মাসিক মুক্তিদূত
৩৮ এনায়েতগঞ্জ , পিলখানা ১ নং গেট, ঢাকা
কার্যালয় : ৫৪ নবাবগঞ্জ, সেকশন পুলিশ ফাঁড়ির সন্নিকটে (এন, পি, এস লালবাগ শাখা )
শাখা ও প্রেস সেকশন : ডি,আর, ইউ /দৈনিক দেশ বাংলা
৮/৪-এ তোপখানা রোড, সেগুনবাগিচা , ঢাকা মোবাইল (একান্ত:০১৬৭২৭৭৪৬০৩)
No comments:
Post a Comment