http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, May 14, 2019

ধর্ষক-নির্যাতকদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ইনু

নারী-ছাত্রী-শিশু নির্যাতন-ধর্ষন-হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক-ধর্ষক-খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা-যাতায়াত, গৃহে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে
ঢাকা মহানগর জাসদের মানববন্ধন ও সমাবেশ
ধর্ষক-নির্যাতকদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ধর্ষক-নির্যাতকদের প্রশাসনিক-রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষন-নির্যাতনসহ সকল সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষন-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান গ্রহণ করার পরও পুলিশ প্রশাসনের যে অফিসাররা, যে রাজনৈতিক নেতারা ধর্ষক-নির্যাতক-খুনীদের সাথে হাত মিলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

জনাব হাসানুল হক ইনু এমপি আজ মঙ্গলবার জাতয়ি প্রেসক্লাবের সামনে নারী-ছাত্রী-শিশু নির্যাতন-ধর্ষন-হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক-ধর্ষক-খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা-যাতায়াত, গৃহে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত মানববন্ধন-সমাবেশে সমবেত জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষনদানকালে এ বক্তব্য রাখেন। 

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক, মোঃ নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সমআদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ। 

বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক 

No comments: