http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, July 31, 2019

বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি

Turn off for: Bangla

প্রেস বিজ্ঞপ্তি ঃ 
কোটি কোটি টাকা জলে না পকেটে
জাতি আজ জানতে অগ্রহী ৫০ কোটি টাকা জলে না -দুই সিটির মেয়রদের পকেটে ?
মশা মারার জন্য দুই সিটি কর্পোরেশন ৫০ কোটি টাকার বেশি খরচ করে ও ব্যর্থ কেনো? যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশন
সাড়ে ২৮ কোটি টাকা ও উওর সিটি কর্পোরেশন ২৩ কোটি টাকা খরচ হবার পর বাস্তবে কমেনি মশা বরং মশার জন্য দিন দিন ব্যাপক সংকটে পড়েছে ঢাকাবাসী।
অকার্যকার ঔষধ ব্যবহার করে ঢাকার উওর-দক্ষিণ এর মেয়রগন যে নাটক করিতেছেন তাহা আবাক লাগার মতো। মশা মারার নামে দুটি ইমপোর্ট কোম্পানী হইতে অযোগ্য ঔষধ ক্রয়। ঢাকা সিটিতে মশা নিধানের নামে যে ৫০ কোটি টাকা আৎসাত করার যে অভিযোগ তাহার হিসাব জনগণ কে দিতে হবে। এই সব টাকা জনগণের টাকা,কারো ব্যাক্তিগত টাকা নয়।
আজ দুই সিটি মেয়রের অবহেলার কারনে ডেঙ্গু যে ভাবে মহামারি
আকার ধারন করেছে হাঁসপাতালে জায়গা দেওয়ার মত কোন ব্যবস্থা নেই। একের পর এক ঘটছে প্রানহানী । সরকার প্রতি বছর মশা মারার জন্য বাজেট বাড়িয়েছে কিন্তু আত টাকার বাজেট করে ও কোন ফল লাভ হয়নি বরং আজ দুই সিটি কর্পোরেশন ক্রয়কৃত ঔষধের কার্যকারিতা নিয়ে সকল নগরবাসীদের সন্দিহান ।
এই ব্যপারে মেয়রদের ভাল কোন উদ্যেগ নিতে দেখা যাচ্ছেনা। আর কত প্রানহানী হলে মেয়রদের টনক নড়বে ? আর কত টাকা তাদের পকেটে চালান করলে তাদের পকেট ভরবে ?
ডেঙ্গু নামের মহামারি থেকে ঢাকা নগরবাসীকে বাঁচাতে
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি প্রদান জ্রুরি হয়ে দাড়িয়েছে ।
অনতিবিলম্বে -ডেঙ্গু নিধানের জন্য সুব্যবস্থা না করিলে ,
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি রাজপথে আন্দোলন করতে বাধ্য হইবে ।
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি সব সময় জনগণের কথা বলে।
সংগ্রামী আহবান
জানান ,
মোঃ বাবুল সরদার চাখারী
চেয়ারম্যান
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি

No comments: