http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, July 9, 2020

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত, ৬০ হাজার কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের হাত থেকে রক্ষা পেতে এবং ১০ লক্ষ শিক্ষকের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ৬ দফা দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী আপনার প্রতিষ্ঠান হতে প্রচারের জন্য আবেদন।

প্রেস বিজ্ঞপ্তি
 বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত, ৬০ হাজার কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের হাত থেকে রক্ষা পেতে এবং ১০ লক্ষ শিক্ষকের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ৬ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী সারা বাংলাদেশে সকল বিভাগ, জেলা,  উপজেলা ও থানায় একই সাথে সকই সময়ে পালিত হয়েছে। তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় কেন্দ্রীয় মহা-সচিব মোঃ সাফায়েত হোসেন এর সঞ্চলনায় কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

৬ দফা দাবীর নিম্নরূপ:
১। কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অসহায় শিক্ষকদের যে কোন ধরনের আর্থিক সহায়তার দাবী জানাচ্ছি।
২। কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক লোন প্রদানের দাবী জানাচ্ছি।
৩। কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালার আলোকে প্রতি মাসে রিভিউ কমিটির মিটিংয়ের মাধ্যমে সহজ শর্তে কিন্ডারগার্টেনগুলো নিবন্ধন প্রদানের দাবী জানাচ্ছি।
৪। করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের দাবী জানাচ্ছি।
৫। ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষার মত জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা নিজ প্রতিষ্ঠানের নামে দেয়ার সুযোগ দানের দাবী জানাচ্ছি।
৬। কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বোর্ড বা মন্ত্রণালয় গঠনের দাবী জানাচ্ছি।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে মুল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী, আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোজাহিদ, কেন্দ্রীয় শিক্ষা সচিব মোঃ আবদু অদুদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এম এ মান্নান মনির, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব ইঞ্জিনিয়ার শাওন আহম্মেদ, লুৎফুন নাহার, তাহিরা আক্তার, তামান্না ইসলাম, সেলিনা খাতুন, মোঃ আনিসুর রহমান, মোঃ সফিকুল ইসলাম স্বপন, ফারুক আহম্মেদ, তকগীর আহম্মেদ, প্রনব কুমার মালো, রিয়াজ উদ্দিন আহম্মেদ, মাওলানা মোঃ রুহুল আমিন, মোঃ এরশাদ আলী, নারগিস আক্তার, এম এম ইব্রাহিম খলিল, মোঃ মাওলানা দেলোয়ার হোসেন, এইচ এম নুরুল ইসলাম, নূর আক্তার ডলি, আব্দুর রশিদ শুভ, নাজমুন নাহার, মোঃ আলাউদ্দিন, মোঃ আনিসুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।
  
বার্তা প্রেরক,
মোঃ ইকবাল বাহার চৌধুরী
চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ

No comments: