http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, January 19, 2022

Ambassador of Bangladesh to Turkey meets CIS-BCCI President

CIS-BCCI Press Release Ambassador of Bangladesh to Turkey meets CIS-BCCI President Ambassador of Bangladesh to Turkey, concurrently accredited to Turkmenistan and Georgia also, H.E Mr. Masod Mannan met with the President of CIS-BCCI Mr. Md Habib Ullah Dawn and his Board of Directors at CIS-BCCI Conference Room on January 18, 2022. They had a fruitful meeting on expansion of bilateral trade and investment opportunities between Bangladesh and these three countries. The Bangladesh Ambassador elaborated on various scopes that exit in Turkey, Turkmenistan and Georgia for Bangladeshi business people as these markets are still untapped in our country. Energy, food and agro, construction are major areas were Bangladesh business people can explore business activities. He welcomed any business delegation of CIS-BCCI to these countries for having business meeting with the trade associations as well as the public sector for which the Embassy in Turkey is ready to extend all sort of cooperation to the business delegation. While appreciating the Ambassador's dynamic role in this regard the CIS-BCCI President informed that hopefully a business delegation of CIS-BCCI will visit Uzbekistan, Turkey and Turkmenistan in this year and sought cooperation from the Ambassador. CIS-BCCI Senior Vice President Mr. Mohammad Ali Deen, Vice President Mr. Jadab Debnath, Adviser Mr. Mahbub Islam Runu, Directors Ms. Tauhida Sultana, Dr. Joshoda Jibon Deb Nath, CIP, Mr. Md. Enamul Haque, Ms. Salma Hossain Ash, Sheikh Fayez Alam, Mr. Abdul Latif Sarker, Mr. Kashfiqur Rahman and Secretary of the Chamber Mr. Mustafa Mohiuddin were present in the meeting. Regards, Mustafa Mohiuddin Secretary, CIS-BCCI সিআইএস-বিসিসিআইয়ের প্রেস রিলিজ সিআইএস-বিসিসিআই সভাপতির সঙ্গে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত, একই সাথে তুর্কমেনিস্তান এবং জর্জিয়াতেও স্বীকৃত, মহামান্য জনাব মাসুদ মান্নান গতকাল ১৮ জানুয়ারী, ২০২২ তারিখে সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এবং তার পরিচালনা পর্ষদের সাথে সিআইএস-বিসিসিআই কনফারেন্স রুমে বৈঠক করেন। বাংলাদেশ ও এই তিন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য তুরস্ক, তুর্কমেনিস্তান এবং জর্জিয়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, যেহেতু এই বাজারগুলো আমাদের দেশে এখনো ব্যবহার করা হয়নি, তাই বাংলাদেশের ব্যবসায়ীরা জ্বালানি, খাদ্য ও কৃষি, নির্মাণ প্রধান খাতগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনুসন্ধান করতে পারে। তিনি সিআইএস-বিসিসিআই-এর যেকোনো ব্যবসায়িক প্রতিনিধিকে এই দেশগুলিতে বাণিজ্য সমিতির পাশাপাশি পাবলিক সেক্টরের সাথে ব্যবসায়িক বৈঠক করার জন্য স্বাগত জানান এবং এ বিষয়ে তুরস্কের দূতাবাস ব্যবসায়িক প্রতিনিধিদলকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন। সিআইএস-বিসিসিআই সভাপতি রাষ্ট্রদূতের গতিশীল ভূমিকার প্রশংসা করে জানান যে, এই বছরে সিআইএস-বিসিসিআইয়ের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল উজবেকিস্তান, তুরস্ক এবং তুর্কমেনিস্তান সফর করবে এবং রাষ্ট্রদূতের কাছ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সিআইএস-বিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি জনাব যাদব দেবনাথ, উপদেষ্টা জনাব মাহবুব ইসলাম রুনু, পরিচালক মিসেস তৌহিদা সুলতানা, ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি, জনাব মোঃ এনামুল হক, মিসেস সালমা হোসেন এ্যাশ, শেখ ফয়েজ আলম, জনাব আব্দুল লতিফ সরকার, জনাব কাসফিকুর রহমান এবং চেম্বারের সচিব জনাব মুস্তাফা মহিউদ্দীন উপস্থিত ছিলেন। ধন্যবাদান্তে, মুস্তাফা মহিউদ্দীন সচিব, সিআইএস-বিসিসিআই

No comments: