জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী আজ রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইনøাল্লিাহে ........রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর সংবাদ শুনে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা এ এস এম শামীম সহ নেতৃবৃন্দরা হাসপাতালে ছুটে আসেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অস্যাংখ গুনগ্রাহী রেখে যান। তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদালয়ে ভাইস চেঞ্জেলার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম জানাযা ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর আজ বাদ যোহর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, এ্যাড. শফিউদ্দন ভূইয়া, আলহাজ্ব সেলিম মাষ্টার, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মহসীন সরকার, কাজী মো. নজরুল, আবু তালেব দেওয়ান, লোকমান পাটোয়ারী, মহসীন মিয়া, এনডিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব গোলাম মোস্তফা,ন্যাপ ভাসানী আজহারুল ইসলাম, আলহাজ্ব মো. মনজুরুল হক সাচ্ছা, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহ কমিটি,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুর সংবাদ শুনে তাঁর বাসভবনে আসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারা বেগম সহ আরো অনেকে।
জাতীয় পার্টির শোক
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার সহ প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্য বৃন্দ এক বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক পৃথক বিবৃতিতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহ কমিটি,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি নেতৃবৃন্দ মরহুমের মাগেফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Source: Majid , Peelkhana Post office
Dhaka. 01672774603
No comments:
Post a Comment