http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, February 6, 2019

"গুলশান লেক -হাতিঝিল প্রকল্প এবং পার্শবর্তী জমির মালিকদের ভোগান্তি "





https://www.dhakatribune.com/uncategorized/2013/07/31/rajuk-to-allocate-flats-to-hatirjheel-project-victims-2

ঢাকা রাজধানীর তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান পুলিশ প্লাজা, তেজগাঁও গ্যাস ফিলড এর পার্শবর্তী প্লটের অনেক ভুক্তি ভোগী মালিক আছেন যারা আজ তাদের জমি এবং আবাসনের স্থান খুঁজে পাননি ! অনেক জমি/প্লট আছে যেগুলো অধিগ্রহণ হয়নি, হাতিরঝিলের সঙ্গে সম্পৃক্ত না এবং অনেক জমি আছে যেগুলো অন্যান্য বিঘা-বিঘা জমির আবাসন প্রকল্পব্দদের সাথে ঝুলে আছে এখনো চিহ্নিত হয়নি বিভিন্ন কর্তৃপক্ষের অবহেলার কারণে ১৯৭৯ শোনে করা দলিল এবং কাগজ পত্রের সাথে অনেকে যোগসাজশ করে মহানগর জরিপে ভিন্ন নাম দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন ১ বেপারে অনেক প্লট/জমির মালিকদের অভিযোগ রয়েছে ! সাংবাদিক মজিদ, গুলশান শুটিং ক্লাবের পাশে থেকে -

No comments: