http://themonthlymuktidooth.blogspot.com

Monday, April 8, 2019

"হাতিরঝিল প্রকল্পে লীন এক জমির মালিকের আহাজারি "



সাংবাদিক মুক্তি মজিদ যার হাতিঝিল প্রকল্পে একটুকরা জমি ছিল যেটি গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ এবং যোগাযোগের স্বার্থে এবং নগর সৌন্দর্য বৃধ্দির নিমিত্তে অধিগ্রহণ করেছেন l উক্ত জমি থানা তেজগাঁও হালে গুলশান , মৌজা বাড্ডা , এস এ দাগ নং যথাক্রমে ১ ১ ০০/ ২৮৫২, ১ ১ ০০/২৮৫৩ এবং ১ ১ ০০/২৮৬৩ চহদ্দি পশ্চিমে পুলিশ প্লাজা যা তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ দ্বারা নির্মিত, উত্তরে তেজগাঁও - মধ্য বাড্ডা রোড, পূর্বে নির্মাণ ইন্টারন্যাশনা বর্তমানে রাহাত রিয়ালিটি হাউসিং এবং দক্ষিনে হাতিরঝিল ঝিলমিল লেক / দীর্ঘ কুড়ি বৎসর অতিবাহিত সত্ত্বেও উক্ত অধিকৃত জমির ক্ষতি পূরণ , আবাসন ব্যবস্থা অথবা অর্থ কোনটাই উক্ত ব্যক্তি পাননি / ঢাকা জেলা প্রশাসন, সিটি কোপারপোরেশন, রোড এন্ড হাই ওয়ে , রাজউক , এবং সেনা বাহিনীর তত্বাবধানে উল্লেখিত স্থান উন্নীত হলেও ক্ষতিগ্রস্থ জমি মালিক আজ পর্যন্ত উল্লেখিত দপ্তর , কার্যালয় সমূহে ঘুরে মরছেন / জানা যায় অন্যান্য জমির মালিক গণ যার যার জমির ক্ষতিপূরণের অর্থ, ফ্লাট এবং সুবিধাদি নিয়ে গেছেন  l উক্ত সাংবাদিক আজ পর্যন্ত এর কিছুই পাননি বা গ্রহণ করেননি / দীর্ঘ সময় ধরে ঘুরাঘুরি করে জানা যায় যে সি এস , এস এ পচা দেমাগে পাওয়া গেলে স্থানীয় ভূমি অফিস রিয়েল স্টেট কোম্পানি এবং অন্যান্য জমির মালিকদের কারসাজিতে আর এস পর্চা গায়েব করা হয়েছে l এ বেপারে তদবির চলছে / সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিনে এবং ২৬ শে মার্চ তার ভাষণে কোনো এক প্রসঙ্গে এই ব্যাপারে কেউ কেউ বঞ্চিত হলে তার কার্যালয় এবং তহবিল থেকে ক্ষতিপূরণ, আবাসন এবং সাহায্যের ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিয়েছেন l  জমির মালিক সাংবাদিক সকল দলিল, কাগজ একত্র করলেও কারচুপি কৃত আর এস পর্চা জন্য আবেদন করে অপেক্ষা করছেন এবং মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এব্যাপারে সুস্থ সমাধানের অপেখ্খায় আছেন / যদি প্রধান মন্ত্রী এব্যাপারে সময় হন তাহলে অন্যান্যের মতো অতীব কষ্টে অতিবাহিত সাংবাদিক তার ক্ষতি পূরণ , আবাসন এবং জীবনে চলার নতুন দিক নির্দেশনা পাবেন এই প্রত্যাশায় আছেন l  ভূমি রেকর্ড অফিস এবং ঢাকা জেলা প্রশাসক এর কার্যালয় থেকে নিশ্চিত হয়ে মনোনি প্রধান মন্ত্রীর নিকট তার চাহিদা মোতাবেক আবেদন করবেন বলে অপেক্ষমান আছেন l

সংগ্রহে : নিজস্ব প্রতিনিধি

No comments: