ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্ট’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে এই মিছিল টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, বাণিজ্য অনুষদ ভবন ঘুরে কলাভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা ও পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি জয়দীপ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।
সভায় বক্তারা বলেন, নুসরাতের ওপর যৌন নিপীড়ন ও পরবর্তী সময়ে তাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা প্রমাণ করে কী এক অমানবিক সমাজে আমরা বাস করছি! এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজুদ্দৌলার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু যৌন নিপীড়ন ও মাদ্রাসার অর্থ আত্মসাৎ এর অভিযোগ ছিলো। কিন্তু সে স্থানীয় প্রশাসন, প্রভাবশালী ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ নেতাদের ছত্র-ছায়ায় এসব অপকর্ম দীর্ঘদিন ধরে করে আসছিলো। নিহত নুসরাত এর পূর্বেও দু’বার সিরাজ ও তার লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হয়। কিন্তু দোষীরা বিচারের আওতায় আসেনি।
আমাদের সমাজে নারীরা ঘরে- বাইরে কোথাও এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপদ নয়। নিপীড়ন-যৌন নির্যাতনের হাজারো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। যার খুব কমই প্রকাশ্যে আসছে। এর আগেও পহেলা বৈশাখে নারী নিপীড়ন, তনু হত্যাকাণ্ডসহ হাজারো ঘটনার বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। বেশিরভাগ জায়গায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহযোগীরা এসব নৃশংস ঘটনায় জড়িত। তাদের বিচার করা তো দুরের কথা সরকার এদের রক্ষা করার সমস্ত আয়োজন করেছে ও করছে। কারণ অনির্বাচিত, গায়ের জোরে ক্ষমতা দখল করা এই সরকার ক্ষমতায় টিকে আছে শহর থেকে গ্রাম পর্যন্ত এসকল সন্ত্রাসীÑমাস্তানদের বদৌলতে। ফলে এসব ঘটনার বিচার হয় না। এই বিচার না হওয়ার কারণে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছে সমাজে। এটি সমাজ অভ্যন্তরে অপরাধ প্রবণতা ক্রমেই বাড়িয়ে তুলছে। তাই, নুসরাত হত্যার দায়ভার সরকার এড়াতে পারে না।
বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজুদ্দৌলার ফাঁসি এবং সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বার্তা প্রেরক
সালমান সিদ্দিকী
দপ্তর সম্পাদক
|
No comments:
Post a Comment