http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, June 25, 2019

জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের ইন্তেকাল বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান আজ ২৫ জুন ২০১৯ সকাল ৮:৩৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বাধ্যক্যজনিত বিভিন্ন রোগসহ ব্রেইন স্ট্রোক রোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের আই.সি.ইউ-তে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতাল থেকে জাসদ দলীয় কার্যালয়ে তার মরদেহ আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। তার কফিন দলীয় পতাকা দিয়ে মোড়ানো হয় এবং দলের পক্ষ থেকে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার খোরশেদ, সহ দলের সর্বস্তরের নেতা-কর্মীগণ পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাসদ কার্যালয় থেকে তার মরদেহ মরহুমের নিজ জেলা মানিকগঞ্জে নেয়া হয়। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপিসহ জাসদ নেতৃবৃন্দ মরহুমের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সের সাথে মানিকগঞ্জ যান। সেখানে বাদ আছর সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দাফন কাজ সম্পন্ন হবে। জাসদের শোক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় কমিটির সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খানের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে ইকবাল হোসেন খানের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। নেতৃদ্বয় মরহুমের আত্মার শান্তি কামনা করেন। বার্তা প্রেরক সাজ্জাদ হোসেন সহ-দফতর সম্পাদক



No comments: