http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, February 20, 2020

আগামীকাল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। জাসদের কর্মসূচি

আগামীকাল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। জাসদের কর্মসূচি
আগামীকাল ২১ ফেব্রুয়ারি ২০২০ বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলনের নেতা জাসদের এককালীন সাংগঠনিক সম্পাদক, এককালীন কার্যকরী সভাপতি নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আগামীকাল ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলণ ও দলীয় পাতাক অর্ধনমিতকরণ, সকাল ১০ টায় মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে নূর আলম জিকুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ১০:৩০ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কমপ্লেক্স চত্বরে স্মরণ সভার কর্মসূচি গ্রহণ করেছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে প্রয়াত নেতা নূর আলম জিকুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, নূর আলম জিকু ৬০ দশকের শুরুতেই জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে স্বাধীনতার সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করেন। প্রয়াত নূর আলম জিকুই স্বাধীনতার সংগ্রামের অন্যতম রূপকার সিরাজুল আলম খানকে ১৯৬২ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে প্রধান ভূমিকা পালন করেন। নূর আলম জিকু ১৯৬২ সালে ছাত্রলীগ থেকে বিদায় নিয়ে আওয়ামী লীগের তরুন নেতা এবং বঙ্গবন্ধুর দূত হিসাবে রাজশাহী ও খুলনা বিভাগে আওয়ামী লীগকে সংগঠিত কাজে নিয়োগ করেন। তিনি মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর দক্ষিণ আঞ্চলীয় কমান্ডের ডেপুটি কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন। তিনি সদ্য স্বাধীন দেশে প্রথম বিরোধী দল জাসদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাসদ নেতা হিসাবে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

No comments: