বিসমিল্লাহির
রাহমানির রাহিম
সর্বক্ষেত্রে
বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে
সুত্রঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আজ ০৫/০৮/২০১২ তারিখ রোববার বেলা ১১ ঘটিকায়
পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র চাকসু ভবনে “পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ
নিষ্পত্তি ও মালিকানা প্রতিষ্ঠায় বাঙ্গালি অধিবাসীদের বঞ্চিত করে সকল জমিতে
ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠীদের একচ্ছত্র অগ্রাধিকার দেয়ার
সিদ্ধান্ত” এর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসমাইল নবী শাওন। সংবাদ
সম্মেলনে সম্প্রতি সরকার কতৃক “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১”
এর বিভিন্ন ধারা ও উপধারা সংশোধনকালে ৬(১) ধারা হতে “তবে শর্ত থাকে যে, প্রযোজ্য
আইনের অধীনে অধিগ্রহনকৃত ভূমি এবং রক্ষিত বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প
এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও সরকার বা
স্থানীয় কতৃপক্ষের নামে রেকর্ডকৃত ভূমির ক্ষেত্রে এই উপধারা প্রযোজ্য হবে না”
শর্তাংশ বাদ দেয়া এবং ১৩(৩) উপধারা হিসেবে
“এ ধারার অধীনে কমিশনের সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে
পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে” সংযোজনের প্রতিবাদ জানান হয়। এক্ষেত্রে
পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর
অধিকার সংরক্ষণ করে “পার্বত্য চট্টগ্রাম
ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১” সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ
সম্মেলনে “আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে ভূমি দখলের ষড়যন্ত্র এবং ভূমি বিরোধ
নিষ্পত্তি আইন ২০০১ এর সংশোধন” এর প্রতিবাদে আগামী ০৭ই আগস্ট,২০১২ তারিখে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের মাধ্যমে এবং ০৮ই আগস্ট,২০১২ তারিখে তিন পার্বত্য জেলার
মাননীয় জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের
কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালি
ছাত্র পরিষদ , কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক
মোঃ তৌহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আবদুল কাইয়ূম মোল্লা, অর্থ সম্পাদক মোঃ
ইব্রাহিম মনির , খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ তাহেরুল আলম সোহাগ এবং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোঃ সারোয়ার জাহান খান। (মোঃ আকতার
হোসেন)
কেন্দ্রীয়
সাধারন সম্পাদক পার্বত্য
বাঙ্গালি ছাত্র পরিষদ।
No comments:
Post a Comment