http://themonthlymuktidooth.blogspot.com

Monday, August 6, 2012

Protest Against Child (Domestic Worker, Age-10) Killing Bangladesh.




Protest Against Child (Domestic Worker, Age-10) Killing Bangladesh. Human Chain & Rally Held, Against Killing of Child in front of Pallabi Thana, Mirpur-Dhaka by Sromojibi Nari Oikko (Unity of Working Women) today 5th August 2012
শিশু গৃহকর্মি হালিমা হত্যার বিচারের দাবীতে শ্রমজীবি নারী ঐক্যে বিক্ষোভ মিছিল মানব বন্ধন অনুষ্ঠিত আজ ৫ই আগস্ট ২০১২, ভোর রাত ৩টায় পল্লবী থানার কাছেই এক বাসা হতে গৃহকর্মি শিশু হালিমা (১০) মৃতদেহ পুলিশ উদ্ধার করে। উক্ত বাসার গৃহকর্তা ইমরান গৃহকত্রি শিউলি ভোর রাতে সেহেরির সময় একটি বস্তা নিয়ে বাসার সামনে রাস্তায় বের হলে, এই সময় এলাকার নৈশপ্রহরিরা তাদেরকে চ্যালেন্জ করে যে, বস্তায় কি আছে?? তখন তারা বলে যে গাড়ির মেশিনারি পার্টস, তখন নৈশপ্রহরিরা দেখতে চাইলে তারা দৌড়ে বস্তা সহ বাসায় উঠে যায়। তখন নৈশপ্রহরিরা সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয় এবং পুলিশ এসে তাদের বাসা থেকে শিশু হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করে এবং শিউলি ইমরানকে গ্রেফতার করে পল্লবি থানায় নিয়ে আসে। খবর পেয়ে, শ্রমজীবি নারী ঐক্যে নেতৃবৃন্দ লাভলী ইয়াসমিন, ফিরোজা বেগম, শামিমা আক্তার শিরিন, আনোয়ারা বেগম, জাহানার বেগম, শামিমা নাসরিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ থানায় যেয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং আসামিদের বিচারের দাবিতে পল্লবি থানার সামনে এলাকা বাসিকে সাথে নিয় দিনভর বিক্ষোভ মিছিল মানববন্ধন করেন। উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেনমুক্ত শিশু নারী শ্রমিক ফোরামে সভাপতি লাভলি ইয়াসমিন মানববন্ধন পরিচালনা করেনবাঁচতে শিখ নারী সভাপতি ফিরোজা বেগম। বক্তব্য রাখেনবাংলাদেশ গার্মেন্ট টেক্সটাইল শ্রমিক ফেডারেশনএর সভাপতি শামিমা আক্তার শিরিন, “গৃহ শ্রমিক নেটওয়ার্কে আনোয়ারা বেগম, “স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনএর সভাপতি শামিমা নাসরিন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনএর জাহানারা বেগম। বক্তারা অবিলম্বে গৃহকর্মি হালিমা হত্যাকারি ঘাতক ইমরান শিউলি দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এবং এই ঘটনায় কোনরকম তালবাহানা না করে অবিলম্বে সুষ্ঠ তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের জন্য প্রসাশনের প্রতি জোর দাবি জানান। ছবি ভিডিও ধারন এবং সচিত্র রিপোর্ট প্রস্তুত করে "গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন" এর সহযোগি উপদেষ্টা "এস. সাজু"

No comments: