http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, May 25, 2019

মাইনোরিটি ওয়াচ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম - এন, গঞ্জ






মাইনরিটি ওয়াচের হস্থক্ষেপে না,গঞ্জে তৃষ্ণা রানী দাস অপহরণের ঘটনায়
অবশেষে মামলা নিলেন থানা পুলিশ:দ্রুত উদ্ধারের দাবী পরিবারের।
গত ২৪মে না,গঞ্জে তৃষ্ণা রানী দাস অপহরণের ঘটনায় তদন্তে আসেন
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের একটি প্রতিনিধি দল,প্রতিনিধি দল প্রথমে
না,গঞ্জ সদর মডেল থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এর
সাথে দেখা করে মামলা নেয়ার বিলম্বের বিষয়ে জানতে চাইলে তিনি
তাৎক্ষনিক ডিউটি অফিসার কে ডেকে মামলা নেয়ার নির্দেশ দেন এবং
যতারীতি ডিউটি অফিসার মামলাটি রুজু করেণ যাহার নং-৭৪,তাং-
২৪.০৫.২০১৯ইংপরে প্রতিনিধি দল নগরের নগর খাঁনপুরে তৃষ্ণা রানী দাস
অপহরণের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার বাসায় যান পবিবার টিকে
সান্তনা দিতে, বাসায় গেলে প্রতিনিধি দল কাছে কান্নায় ভেঙ্গে পড়েন তৃষ্ণা
রানী দাসের মা নমীতা রানী দাস এবং তিনি বলেন আমার নাবালিকা
মেয়ে তৃষ্ণা রানী দাস ১৫কে আকাশ মিয়া গং-রা জোর পূর্বক অপহরণ
করে নিয়ে যায়, আজ প্রায় দের মাস হয়ে গেলেও তার কোন খোঁজ
পাইনি। গত ১৪ই মে না,গঞ্জ সদর মডেল থানায় আমার স্বামী অভিযোগ
দায়ের করলেও মামলা নেইনি থানা পুলিশ। আমার স্বামী ও আমরা দ্বারে
দ্বারে ঘুরে বেড়ালেও একমাত্র বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও বাংলাদেশ
জাতীয় হিন্দু ফোরাম আমাদের পাশে থেকে সহযোগীতা করেছে আর কোন
সংগঠন আমাদের খোঁজ নেয়নি, পরিবারের পক্ষ হতে তার মেয়ে তৃষ্ণা
রানী দাসকে দ্রুত উদ্ধার করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান
তিনি।পরে প্রতিনিধি দল পরিবারটিকে আইনী সহায়তাসহ পাশে থাকার
আশ্বাস দেন।উক্ত প্রতিনিধি দলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি
অ্যাডঃ রবীন্দ্র ঘোষের নেতৃত্তে উতস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ
ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র
সরকার,সদস্য দিলীপ কুমার রায়,গৌতম রায়,সঞ্জয় রায়,পার্থসারথী
রায়,সঞ্জীত দাস সহ বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও বাংলাদেশ জাতীয় হিন্দু

ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

No comments: