http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, September 14, 2019

NASA Space Apps Challenge 2019| Application Submission Going On

আসসালামুআলাইকুম,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯!

টানা ৫ম বারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।

ব্যবসা প্রতিষ্ঠান, ছাত্র, কোডার, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি হিসেবে থাকছে আর্থস ওশানস, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড।

প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট: http://bsf.basis.org.bd/NASA-2019

রেজিস্ট্রেশন চলবে ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বৃহস্পতিবার) রাত ১১:৫৯ পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগযোগ করুন:
ইমেইল: bsf@basis.org.bd
ফোন: +880-96-123-BASIS (22747) (শনি-বৃহস্পতি; সকাল ১০টা-সন্ধ্যা ৬টা)
 
ধন্যবাদান্তে,

দিদারুল আলম
আহ্বায়ক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯

পরিচালক, বেসিস

No comments: