http://themonthlymuktidooth.blogspot.com

Friday, November 29, 2019

বেগম খালেদা জিয়া, কমরেড সাইদ আহমেদ সহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৪ হাজার শহীদ নেতা কর্মী হত্যার অবিলম্বে বিচার করুন

বেগম খালেদা জিয়া, কমরেড সাইদ আহমেদ সহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৪ হাজার শহীদ নেতা কর্মী হত্যার অবিলম্বে বিচার করুন
................. কমরেড ডাঃ নূরুল ইসলাম।


ঢাকা ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার : সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, ভাষা সৈনিক মহান বিপ্লবী বাংলাদেশের সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ জাতীয় প্রেসক্লাবের আকরাম খান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ তাদের বক্তব্যে অবৈধ সরকার ও তার বাহিনী কর্তৃক নিপীড়ন, নির্যাতন, হামলা মামলা, হত্যা, গুম, খুন, পেঁয়াজ সহ নিত্যপয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সমালোচনা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে বেগম খালেদা জিয়া, কমরেড সাঈদ আহমদ সহ সকল রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবী করেন।


২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডাঃ সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী, সাবেক ছাত্র নেতা মোস্তফা জামাল হায়দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডঃ মোস্তাফিজুর রহমান ইরান, নিউ নেশান পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পলিটব্যুরোর সদস্য কমরেড কাজী মোস্তফা কামাল, কমরেড সুরাইফুল ইসলাম, কমরেড সাইফ মাহমুদ জুয়েল, কমরেড সুভাস ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মাহবুবুর রহমান, কমরেড আজাদ রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।  

বার্তা প্রেরক

কমরেড নূর উদ্দিন

No comments: