
হোমarrow_menu প্রথম পাতাarrow_menu সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন হাজার আসামি
সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন হাজার আসামি
লেখক: সিলেট অফিস | মঙ্গল, ১৩ সেপ্টেম্বর ২০১১, ২৯ ভাদ্র ১৪১৮
সিলেটে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩ হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। সিলেট কোতয়ালি থানার সেকেন্ড অফিসার নারায়ণ দত্ত বাদী হয়ে রবিবার রাতে এ মামলা করেছেন। মামলায় জামায়াতের সিলেট মহানগর আমীর এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ও জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার বিকালে সিলেট নগরীতে জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি এমএ জলিল, এসি নাজমুল হাসান ও পেট্রোল ওসি বদরুল আমীনসহ ১০ পুলিশ আহত হন। পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারে রবিবার রাতেই পুলিশ ব্যাপক অভিযান শুরু করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
No comments:
Post a Comment