
জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট
ব্লগার আসিফ মহিউদ্দীন এর মুক্তির দাবীতে আসুন একত্র হই আগামীকাল (০২/১০/২০১১, রবিবার) ঠিক বিকাল চারটায় শাহবাগ মোড়ে। আমাদের কথা আমরা বলতে চাই। মুক্তবুদ্ধির চর্চার পথে কাঁটাগুলো আমরাই উপরে ফেলবো। আমরা, ব্লগার রা। আমাকে যদি গ্রেফতার করে, করুক। চালিয়ে যাবেন আন্দোলন। কতোজন ব্লগার-লেখক-বুদ্ধিজীবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক কে আটক করবে? এ আমাদের প্রাণের দাবী, এ আমাদের মৌলিক অধিকারের দাবী! আমরা কলম ধরেছি, ছুরি/পিস্তল না! আমরা লেখক, সন্ত্রাসী না! আমরা বুদ্ধিজীবি, পেশীজীবি না! চলে আসেন ঘর-অফিস-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়-কলেজ-মেডিকেল থেকে। আমরা দেখাবো, শুধু লিখতে নয়, প্রয়োজনে আমরা রাজপথে নামতে পারি। সবাই যোগ দিন।
Arif Rubel
ব্লগার আসিফ মহিউদ্দীন এর মুক্তির দাবীতে আসুন একত্র হই আজ (০২/১০/২০১১, রবিবার) ঠিক বিকাল চারটায় শাহবাগ মোড়ে। আমাদের কথা আমরা বলতে চাই। মুক্তবুদ্ধির চর্চার পথে কাঁটাগুলো আমরাই উপরে ফেলবো। আমরা, ব্লগার রা। আমাকে যদি গ্রেফতার করে, করুক। চালিয়ে যাবেন আন্দোলন। কতোজন ব্লগার-লেখক-বুদ্ধিজীবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক কে আটক করবে? এ আমাদের প্রাণের দাবী, এ আমাদের মৌলিক অধিকারের দাবী!
আমরা কলম ধরেছি, ছুরি/পিস্তল না!
আমরা লেখক, সন্ত্রাসী না!
আমরা বুদ্ধিজীবি, পেশীজীবি না!
চলে আসেন ঘর-অফিস-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়-কলেজ-মেডিকেল থেকে। আমরা দেখাবো, শুধু লিখতে নয়, প্রয়োজনে আমরা রাজপথে নামতে পারি।
জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট
For National Interest- Online Blogging [Bangladesh]
MUKTIDOOTH MEDIA
No comments:
Post a Comment