http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, April 6, 2019

সাইক্লিস্টদের দীর্ঘ প্রাণের দাবীতে "এপ্রিল প্রথম শুক্রবার " যথাযথ মর্যাদায়" সাইকেল লেন দিবস" পালন করা হয়

সাইক্লিস্টদের দীর্ঘ প্রাণের দাবীতে "এপ্রিল প্রথম শুক্রবার " যথাযথ মর্যাদায়" সাইকেল লেন দিবস" পালন করা হয় । তার ফলোশ্রুতিতে দেশের বিভিন্ন সড়কে সরকার যুগোপযোগি পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নিতে দেখা যায় । দেশের সাইক্লিস্টদের পথচলা আজ লক্ষ্যণীয় লালা সবুজ পতাকা বর্হিবিশ্বে সুপরিচিত লাভ করেন । সাইকেল লেন দিবস কি? সাইকেল লেন দিবস হচ্ছে - সাইক্লিস্টেদের সম্মান জানানো, সাইক্লিদের এঁতিহ্য তার পুর্ণর্জাগরণে সুস্বহ্য জাতি গঠন ও নিরাপদ পথের তাগিদ দেয়া ও সচেতনতামূলক স্লোগান সৃষ্ঠিতে এগিয়ে চলার নাম "সাইকেল লেন দিবস" দেশের জ্বালানী সাশ্রয়,যানজট রোধে সাইক্লিংকে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অষ্টম'সাইকেল লেন দিবস অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান শুরুতে পুরান ঢাকা ও বননীর অগ্রীকান্ডে আহত ও নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অষ্টম,সাইকেল লেন দিবস পালিত হয় " রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১০টায় দেশব্যাপী সাইকেল শোভাযাত্রায় সভাপত্বি করেন, পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস । শুভ উদ্বোধন করেন ,ঢাকা বিশ্ব বিদ্যালয় সাবেক উপাচার্য , অধ্যাপক ড, আ, আ, ম,স, আরিফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলে জাতীয় সংসদ সদস্য মাননীয় এম.পি. আকবর হোসেন পাঠান ( কিংবন্তী চিত্রনায়ক ফারুক,) অনুষ্ঠান , বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, ড.এম .হেল্লাল, প্রধান সম্পাদক, বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা ,ফকরুল হোসেন, ব্যাস্হাপক ব্রেন্ড লাইফ এন্ড হসপিতাল, এসানুল আজিজ, অতিরিক্ত ব্যাবস্হাপনা পরিচালক, স্যোসাল ইসলামি ব্যাংক আল আমিন বিন হাসিম বিশিষ্ট লেখক ও গবেষক বিশেষ অধ্যয়ন সেল অগ্রণী ব্যাংক লিমিটেড । বিশিষ্ট ক্রীড়াবিদ,কায়সার হামিদ ,শহিদ মাহমুদ শহিদুল্লাহ, সভাপতি,যুব ফাউন্ডেশন, সোহাগ মহাজন,আমির হাসান মাসুদ,সভাপতি, পরিবেশ বাচাও আনন্দোল মন্জ্ঞ, অনুষ্ঠানে উপস্হাপনা করেন সাকলাইন, আরিফ আহম্মেদ,পরিষদের সাধারণ সম্পাদক, ধন্যবান্তেঃ বিস্তারিত জানতেঃ01914425725

No comments: