http://themonthlymuktidooth.blogspot.com

Friday, April 5, 2019

মৌলভীবাজারের শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



মৌলভীবাজারের শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা:

  •   দীর্ঘ প্রতিক্ষিত শ্রীহট্ট ইকোনমিক জোন, মৌলভীবাজার-এর অবশেষে উদ্বোধন করাহয়েছে।গতকাল বুধবার ৩রা এপ্রিল সকালে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভউদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ করা প্রয়োজন যে, সারা দেশে শিল্প স্থাপন উপযোগি ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে স্থাপিত “শ্রীহট্ট ইকোনমিক জোন” একটি। মৌলভীবাজারের এলাকাধীন এই “শ্রীহট্ট ইকোনমিক জোন”টি মোট ৩৫২ একর জমির উপর স্থাপিত। ইতিমধ্যেই এ অর্থনৈতিক অঞ্চলে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি ৬টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।
    জানা গেছে যে, “শ্রীহট্ট ইকোনমিক জোন”-এ প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। সফলভাবে এ বিনিয়োগ হলে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের।
    ইকোনমিক জোনের এ উদ্বোধন সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম। এ সময় মৌলভীবাজারের দিক থেকে অংশ নেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।
    এতে আরো অংশ নেন সাংসদ নেছার আহমদ এমপি, মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সমূহ তথ্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সূত্রে পাওয়া।


No comments: