প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Saturday, October 1, 2011
An Wonders Award on Vote for Sudarbans Campaign.[Bangladesh]
Asha Mone Awarded by Dr. Mizanur Rahman-Chairman-Bangladesh Human Rights Commission. An Wonders Award on Vote for Sudarbans Campaign. Asha mone, Convener of “Nature Campaign Bangladesh”. Today 1st October 2011, 11.00AM a programme held in Begum Sufia Kamal Auditorium - Bangladesh National Museum.
এওয়ার্ড পেল আশা মনি। বিশ্ব প্রাকৃতিক সপ্তশ্চর্য নির্বাচনের প্রচারনা ও পর্যটন শিল্পের বিকাশে অবদানের জন্য সন্মাননা পদক (এওয়ার্ড) পেল আশা মনি (আহ্বায়ক-ন্যাচার ক্যাম্পেইন বাংলাদেশ)। ‘‘বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন” আয়োজিত “বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন : আগামী ৪০ দিনের করনীয়” শীর্ষক সেমিনারে প্রফেসর ড: মিজানুর রহমান (চেয়ারম্যান-জাতীয় মানবাধিকার কমিশন) হাত থেকে আশা মনি উক্ত এওয়ার্ডটি গ্রহন করেন। আশা মনি ২০০৭ সাত সাল থেকে কক্সবাজার ও সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রথম করার জন্য এবং বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ ব্যাপারে জনগনকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারনা মুলক কার্যক্রম চালিয়ে গেছেন। ‘‘বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন” এর আয়োজনে আজ ০১ অক্টোবর ২০১১ সকাল ১১.৩০টায় জাতীয় যাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে “বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সন্দরবন : আগামী ৪০ দিনে করনীয়” শীর্ষক সেমিনার ও বাংলার গর্ব সুন্দরবন শীর্ষক জাতীয় চিত্রান্কন প্রতিযোগিতা, ইন্টারনেটে সুন্দরবনকে ফ্রি ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ও সুন্দরবন শীর্ষক কার্যক্রমে অবদানের জন্য গুনী ব্যাক্তিদের এওয়ার্ড প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড: মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাজউকের নিবার্হী ম্যাজিষ্ট্রেট (উপ-সচিব) জনাব মো: রোকন উদ-দৌলা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুহাম্মদ আতা উল্লাহ খান। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সোস্যাল ইসলামি ব্যাংক এর চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।
--
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment